ঢাকা     শনিবার   ১৬ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২ ১৪৩১

সাধের গোলাপে দামের কাঁটা

আনোয়ার হোসেন শাহীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৮, ১৪ ফেব্রুয়ারি ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাধের গোলাপে দামের কাঁটা

ফুলের দোকানে এক তরুণী

আনোয়ার হোসেন শাহীন : ভালোবাসার আবেদন চিরন্তন। তবে বিশ্ব ভালোবাসা দিবসে সেই ভালোবাসার প্রকাশটা যেন একটু বেশিই। বিশেষ এই দিনে প্রিয় মানুষকে ভালো লাগার অনুভূতি জানাতে অনেকেই কেনেন ফুল, কার্ড, চকলেটসহ নানা উপহার। তাই এ সময়টাতে বেশ জমে ওঠে ফুল ও উপহারসামগ্রীর ব্যবসা।

 

কিন্তু এবারের ভালোবাসা দিবসে অমিল ভালোবাসার গোলাপ। এ বিশেষ দিনটিতে সর্বত্রই যেন গোলাপের আকাল। যেটুকু যা মিলছে, তার দামও খুব চড়া। তাই এই ভালোবাসা দিবসে ভরসা রজনীগন্ধা, গাঁদা আর গ্লাডিওলাস। অথচ ভালোবাসার দিবসে গোলাপেরই চাহিদা বেশি। ফুলের চাষ বাড়লেও চাহিদা আরো বেড়ে যাওয়ায় আজ অনেকটাই দুষ্প্রাপ্য গোলাপ। টানা অবরোধ-হরতালেরও প্রভাব পড়েছে ফুলের বাজারে। তাই এবারের ভালোবাসা দিবসে গোলাপের অবস্থা এমনই।

 

ব্যবসায়ীরা বলছেন, এবারের ভালোবাসা দিবসের ব্যবসা জমছে না। চলমান রাজনৈতিক অবস্থায় ভালোবাসা দিবসকেন্দ্রিক এ ব্যবসাগুলো এবার অন্য বছরের মতো জমেনি। ব্যবসায়ীরা পণ্যের সম্ভার সাজিয়ে বসে থাকলেও ক্রেতার ভিড় না থাকায় বেচাবিক্রি অনেক কম দোকানগুলোতে।

 

প্রতিবছর পয়লা ফাগ্লুন আর ভালোবাসা দিবসের অপেক্ষায় থাকেন ফুলের ব্যবসায়ীরা। উৎসবমুখর এই সময়টাতে বেড়ে যায় ফুলের কেনাবেচা।

 

মাগুরার একজন ফুল ব্যবসায়ী জানান, গত বছর পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে জেলায় প্রায় ২০ লাখ টাকার টাকার ফুল ব্যবসা হয়েছিল। কিন্তু এ বছর তা কমে সাড়ে ৪-৫ লাখে নেমে আসার শঙ্কা তৈরি হয়েছে।

বিক্রি না-ও হতে পারে- এমন আশঙ্কায় তারা দোকানে ফুলই আনছেন কম। অবরোধ-হরতালের কারণে পরিবহণ খরচ বেশি এবং ঠিকমতো পরিবহণ না হওয়ায় অনেক টাকার ফুল নষ্ট হচ্ছে। আগের তুলনায় ব্যবসা কম হবে। তাই ভবিষ্যৎ নিয়েই অনিশ্চয়তায় আছেন তারা।

 

তাই বলে দিবস উদযাপন বন্ধ থাকবে? বছর ঘুরে ফের হাজির প্রেমের পার্বণ! ভালোবাসা দিবসে পছন্দের মানুষকে তাক লাগানো উপহার দিতে তৈরি তরুণ-তরুণীরাও। পুরোনো প্রেমকে ঝালিয়ে নিতে আর নতুন প্রেমের খাতা খুলতেই যেন হাজির এই বিশেষ দিন। এখন মফস্বলেও সময়ের সঙ্গে তাল মিলিয়ে পাল্টেছে ভালোবাসা দিবসের উপহারের তালিকা। টেডিবিয়ার থেকে কস্টিউম জুয়েলারি, সবই ঢুকে পড়েছে তাতে। তবে চিরায়ত লাল গোলাপের চাহিদায় ভাটা পড়েনি।

 

ফুল ব্যবসায়ীরা জানান, এবারও ভালোবাসা দিবসের আগে গোলাপের চাহিদা তুঙ্গে। বসন্ত আর ভালোবাসা দিবস এক দিন আগে আর পরে এসেছে। সর্বোপরি রাজনৈতিক পরিস্থিতি ভালো না থাকায় ভিন্ন আমেজ পেয়েছে এবার এই দিবস। বাজারে গোলাপের জোগান কম থাকায় বেড়েছে দাম।


 

রাইজিংবিডি /ঢাকা/ ১৪ ফেব্রুয়ারি ২০১৫/দিলারা/এএ

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়