ঢাকা     শনিবার   ১৬ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১ ১৪৩১

উত্তরাঞ্চলে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প নেওয়ার নির্দেশ

শফিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩২, ২৬ ফেব্রুয়ারি ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উত্তরাঞ্চলে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প নেওয়ার নির্দেশ

পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মশিউর রহমান রাঙ্গা

সচিবালয় প্রতিবেদক : উত্তরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্য উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে বিশেষ প্রকল্প নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মশিউর রহমান রাঙ্গা। তিনি প্রকল্প কর্মকর্তা-কর্মচারীদের মানসম্মত প্রশিক্ষণ ও নিয়মিত মাঠ পর্যায়ে প্রকল্প এলাকা পরিদর্শনের জন্যও নির্দেশনা দেন।

 

বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের বিভিন্ন প্রকল্পের পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

 

একই এলাকায় অন্য মন্ত্রণালয়ের একই ধরনের প্রকল্প না নেওয়ার জন্য প্রকল্প কর্মকর্তাদের প্রতি দিক-নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।

 

তিনি বর্তমান সরকারের চলমান ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পকে আরো দক্ষতা ও দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে পল্লীবাসীর জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার পরামর্শ দেন কর্মকর্তাদের।

 

সভায় জানানো হয়, চলতি অর্থ বছরে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং এর আওতাধীন বিভিন্ন সংস্থা ২৯টি প্রকল্প বাস্তবায়ন করছে। গত জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত প্রকল্প কাজের অগ্রগতি প্রায় ৪০ শতাংশ।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ ফেব্রুয়ারি ২০১৫/শফিক/বকুল

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়