আজ আব্দুল জলিলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী
লোকমান আলী || রাইজিংবিডি.কম
মরহুম আব্দুল জলিল
নওগাঁ প্রতিনিধি : আজ শুক্রবার প্রয়াত বর্ষিয়ান নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক ও প্রাক্তন সফল বাণিজ্যমন্ত্রী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুল জলিলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে তার গ্রামের বাড়ি নওগাঁর চকপ্রাণ মহল্লায় পারিবারিকভাবে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মরহুমের বড় ছেলে নিজাম উদ্দিন জলিল জন জানান, সকালে নওগাঁ শহরের চকপ্রান মহল্লায় মরহুমের কবরের পাশে কোরআন খানি, মিলাদ-মাহফিল, দোয়া ও কবর জিয়ারত করা হবে।
এ ছাড়া দুপুরে সেখানে আগত সকলের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে।
অপরদিকে জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে মরহুমের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল, দোয়া, স্মৃতি চারণ ও আব্দুল জলিল ফাউন্ডেশনের উদ্দ্যেগে আগামী ৭ র্মাচ নওজোয়ান মাঠে কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. আব্দুল জলিল।
রাইজিংবিডি/ নওগাঁ/ ৬ মার্চ ২০১৫/ লোকমান আলী/রুহুল
রাইজিংবিডি.কম