ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ওয়ালটন জাতীয় লিগে খেলবেন না সাকিব

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৯, ১২ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটন জাতীয় লিগে খেলবেন না সাকিব

ওয়ালটন ২১তম জাতীয় ক্রিকেট লিগে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানালেন, সাকিবের বিশ্রাম প্রয়োজন। তাই জাতীয় দলের ক্যাম্পেই যোগ দেবেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।

ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের পরপরই সাকিব উড়াল দেন ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অংশ নিতে। তার দল বার্বডোজ উঠেছে ফাইনালে। ফাইনালের পর সাকিবের বিশ্রামের প্রয়োজন। এমনটাই বলছেন আকরাম খান, ‘আশা করি ১৪ তারিখে ফিরবে। তারও বিশ্রামের ব্যাপার আছে।’ সাকিবের এনওসি ছিল ১০ অক্টোবর পর্যন্ত। তার দল ফাইনালে উঠায় এনওসি বাড়িয়েছে সাকিব। তবে সাকিব সিপিএলের পরপরই দেশে ফিরছেন না। জানা গেছে, সাকিব যাবেন আমেরিকায়। সেখানে তার পরিবারের সঙ্গে সময় কাটাবেন।

২৫ অক্টোবর শুরু হতে যাওয়া জাতীয় দলের ক্যাম্পের আগে সাকিব ফিরবেন দেশে। জাতীয় লিগে সাকিবের অংশগ্রহণের পরিকল্পনা নেই তা বোঝা গেল আকরাম খানের কথা, ‘কোচের সিদ্ধান্তে সাকিবের অংশগ্রহণ নির্ভর করছে। আমরা কোচের পরিকল্পনা অনুসরণ করছি।  কোচ যেটা বলবে সেটা।’

৫৬ টেস্ট খেলা সাকিব দেশের মাটিতে প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন মাত্র ১৪টি।  শেষ ১৪ বছরে সাকিব প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ১৪টি।  ২০১৫ সালে সবশেষ নেমেছিলেন জাতীয় ক্রিকেট লিগে।  প্রথম শ্রেণির ক্রিকেটের ফ্র্যাঞ্জাজিভিত্তিক আসর বাংলাদেশ ক্রিকেট লিগে কখনো খেলেননি সাকিব।  ঢাকা প্রিমিয়ার লিগেও খুব অংশগ্রহণ নেই। সব মিলিয়ে ঘরোয়া ক্রিকেটে বরাবরই অনিয়মিত। তাইতো গল্পে আড্ডায় অনেক ক্রিকেটার বলেন, বিপিএলে সাকিব ভাই তো বিদেশি ক্রিকেটার! কারণটা ব্যাখ্যা করার প্রয়োজন আছে কি?

জাতীয় দলের সব ক্রিকেটারের জন্য এবারের জাতীয় লিগ বাধ্যতামূলক করেছে বিসিবি। দুই রাউন্ড ক্রিকেটারদের খেলতেই হবে। তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ খেলছেন জাতীয় লিগ। পরের রাউন্ড তারা খেলে যাবেন বিশ্রামে। সিপিএলের ফাইনালের পর দেশে ফিরে চাইলে দ্বিতীয় রাউন্ড খেলতেও পারতেন সাকিব।  ১৭ অক্টোবর থেকে দ্বিতীয় রাউন্ড চলবে ২০ অক্টোবর পর্যন্ত।  সেই সুযোগটি অবশ্য নিচ্ছেন না বাংলাদেশের টেস্ট অধিনায়ক।


ঢাকা/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়