ঢাকা     বুধবার   ১৫ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ১ ১৪৩১

রাজশাহী-বগুড়ায় দ্বিতীয় দিনের খেলাও পরিত্যক্ত

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১০, ২৭ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজশাহী-বগুড়ায় দ্বিতীয় দিনের খেলাও পরিত্যক্ত

ভেজা আউটফিল্ডের কারণে রাজশাহীতে দ্বিতীয় দিনের খেলাও মাঠে গড়ায়নি। ছবি: কবির তুহিন

ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডে দ্বিতীয় স্তরের দুই ম্যাচের খেলা টানা দ্বিতীয় দিনের মতো পরিত্যক্ত হয়ে গেছে।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে মুখোমুখি চট্টগ্রাম ও সিলেট বিভাগ। এই মাঠে বৃষ্টির কারণে প্রথম দিন খেলা হয়নি। ভেজা আউটফিল্ডের কারণে রোববার দ্বিতীয় দিনের খেলাও মাঠে গড়ায়নি। দুই দিনে হয়নি টসও।

একই অবস্থায় বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বরিশাল ও ঢাকা মেট্রোর ম্যাচেও। দ্বিতীয় স্তরের এই ম্যাচেও বৃষ্টির কারণে প্রথম দিন খেলা হয়নি। ভেজা আউটফিল্ডের কারণে রোববার দ্বিতীয় দিনেও খেলা সম্ভব হয়নি, হয়নি টসও।

প্রথম দুই রাউন্ডে এক জয় ও এক ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্তরের টেবিলের শীর্ষে আছে বরিশাল। এক জয় ও এক হারে ১১.১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিলেট।

দুই ড্রয়ে ৬.৯২ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম তিনে ও ঢাকা মেট্রো এক ড্র ও এক হারে ৪.৪৯ পয়েন্ট নিয়ে সবার নিচে আছে।


ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়