ঢাকা     শুক্রবার   ০৩ মে ২০২৪ ||  বৈশাখ ২০ ১৪৩১

রুয়েলের ৮ উইকেট

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৪, ১৬ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রুয়েলের ৮ উইকেট

রুয়েল মিয়াঁ। ছবি: সাজ্জাদ শাকিল

৮ ওভারের প্রথম স্পেলে ১৫ রানে পেয়েছিলেন ২ উইকেট। রুয়েল মিয়াঁ দ্বিতীয় স্পেলে যেন আগুন ঝরালেন। ৬.১ ওভারে ১১ রানে নিলেন ৬ উইকেট!

ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডের প্রথম দিন আজ বগুড়ায় রুয়েলের আগুনে পড়েছে চট্টগ্রামের ব্যাটিং। দ্বিতীয় স্তরের এই ম্যাচে চট্টগ্রামের প্রথম ইনিংস গুটিয়ে গেছে ১০৬ রানে। তরুণ বাঁহাতি পেসার রুয়েল সিলেটের হয়ে ২৬ রানে নিয়েছেন ৮ উইকেট!

ইনিংসের চতুর্থ বলে সাদিকুর রহমানকে ফিরিয়ে শুরুটা করে দিয়েছিলেন ইমরান আলী। নিজের দ্বিতীয় ওভারে আরেক ওপেনার পিনাক ঘোষকে ফিরিয়ে রুয়েল পান প্রথম উইকেট। পরের ওভারে আরেকটি।

১৪ রানে ৩ উইকেট হারানোর পর ৪১ রানের একটা জুটি গড়েছিলেন তাসামুল হক ও ইরফান শুক্কুর। শুক্কুরকে ফিরিয়ে এ জুটি ভাঙেন রেজাউর রহমান। চট্টগ্রামের বাকি ছয় ব্যাটসম্যানই রুয়েলের শিকার!

লাঞ্চের আগে তিনি ফেরান তাসামুলকে। বিরতির পর একই ওভারে সাজ্জাদুল হক ও মাসুম খানকে ফিরিয়ে পূর্ণ করেন পাঁচ উইকেট। পরের ওভারে আবার জোড়া উইকেট। এরপর শাখাওয়াত হোসেনকে ফিরিয়ে গুটিয়ে দেন চট্টগ্রামের ইনিংসও।

১৪.১ ওভারে চার মেডেনে ২৬ রানে ৮ উইকেট নেন রুয়েল। বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে কোনো পেসারের সেরা বোলিং এটিই। ২০১২ সালে রংপুরের বিপক্ষে ঢাকা মেট্রোর হয়ে তালহা জুবায়েরের ৩৫ রানে ৮ উইকেট ছিল আগের রেকর্ড।

পেসার-স্পিনার মিলিয়ে রেকর্ডটা সানজামুল ইসলামের। বাঁহাতি এই স্পিনার ২০১৬-১৭ মৌসুমে বাংলাদেশ ক্রিকেট লিগে নর্থ জোনের হয়ে সেন্ট্রাল জোনের বিপক্ষে ৮০ রানে নিয়েছিলেন ৯ উইকেট।

গত বছর জাতীয় লিগ দিয়েই প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল রুয়েলের। তবে কক্সবাজারে বৃষ্টিবিঘ্নিত সে ম্যাচে বোলিংয়ের সুযোগ পাননি। এ বছর বরিশালের বিপক্ষে এক ইনিংস বোলিং পেয়ে নিয়েছিলেন একটি উইকেট। এবার তৃতীয় ম্যাচ খেলতে নেমেই নিলেন ৮ উইকেট!

প্রথম শ্রেণির মতো অন্য সংস্করণেও তেমন ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই রুয়েলের। মৌলভীবাজারের ছেলে রুয়েল ৩টি লিস্ট ‘এ’ ম্যাচের সঙ্গে খেলেছেন একটি টি-টোয়েন্টি।


ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়