ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

চট্টগ্রামের অক্সিজেন মোড়ে ভয়াবহ যানজট

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩২, ৮ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামের অক্সিজেন মোড়ে ভয়াবহ যানজট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: বিভিন্নস্থানে জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম মহানগরী এখন নাগরিকদের জন্য চরম দুর্ভোগের হয়ে উঠেছে।

রোববার রাত থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ফলে বিভিন্নস্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নগরীর ব্যস্ততম অক্সিজেন মোড় এলাকায় জলাবদ্ধতা রীতিমত স্থায়ী রূপ নিয়েছে। চরম দুর্ভোগ পোহাচ্ছে এই পথে চলাচলকারী হাজার হাজার মানুষ।

সোমবার সকাল থেকে অক্সিজেন মোড়ে তীব্র যানজট দেখা দিয়েছে। একরকম থমকে আছে এখানের যানবাহন। এর মধ্যে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শত শত ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা বহনকারী যানবাহনও ।

জলাবদ্ধতায় আটকে থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া বলেন, ‘অক্সিজেন এলাকায় জলাবদ্ধতায় দীর্ঘ একঘন্টারও বেশি সময় আটকে আছি সড়কে। এতে একদিকে কর্মঘন্টা নষ্ট হচ্ছে। অপরদিকে শারীরিক-মানসিক দুর্ভোগের বিষয়টি তো আছেই।’

একই ভাবে কষ্টের কথা জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রাজীব নন্দী।

অক্সিজেন এলাকার অবস্থিত ওয়ালটন প্লাজার ব্যবস্থাপক রেজাউল করিম বলেন, ‘জলাবদ্ধতার কারণে ব্যবসা বাণিজ্য প্রায় থমকে আছে। ক্রেতারা জলাবদ্ধতা অতিক্রম করে আসতে পারছেন না। এর ফলে স্থানীয় ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে।’

অক্সিজেন মোড় ছাড়াও নগরীর ষোলশহর, প্রবর্তক মোড় চকবাজারসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে নগরীর সকালে অফিসগামী হাজারো মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছে।

চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া দপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফরিদ আহমেদ জানান, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রাম বিভাগে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। বর্ষণের ফলে চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে।

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/৮ জুলাই ২০১৯/রেজাউল/টিপু

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়