ঢাকা     বুধবার   ০১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৮ ১৪৩১

পূজামণ্ডপ পরিদর্শনে চিত্রনায়ক শাকিল খান

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২১, ২৩ অক্টোবর ২০২৩   আপডেট: ২০:২১, ২৩ অক্টোবর ২০২৩
পূজামণ্ডপ পরিদর্শনে চিত্রনায়ক শাকিল খান

বাগেরহাটের রামপালে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী চিত্রনায়ক শাকিল খান।

সোমবার (২৩ অক্টোবর) বিকেলে তিনি রামপাল সর্বজনীন দুর্গা মন্দির, রণ সেন সর্বজনীন দুর্গা মন্দির, গৌরম্ভা সর্বজনীন দুর্গা মন্দিরসহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। 

এ সময় রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিব সরদার, প্যানেল চেয়ারম্যান চম্পক কুন্ডু, মৎস্যজীবী লীগের নেতা ইনতাজ আলী শেখ, যুবলীগ নেতা শাহরিয়ার নাজিম, আওয়ামী লীগের নেতা সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন, যুবলীগের নেতা শাহিন শিকদারসহ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সনাতন ধর্মালম্বীদের উদ্দেশে চিত্রনায়ক শাকিল খান বলেছেন, বর্তমান সরকারের আমলে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠিত হয়েছে। সকল ধর্ম ও বর্ণের মানুষ এখন শান্তিতে আছে। সবাই যে যার ধর্ম পালন করতে পারছে। বর্তমান সরকার দেশের যে পরিমাণ উন্নয়ন করেছে, তা অন্য কোনো সরকারের আমলে হয়নি।

আগামীতে এদেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

মনোনয়নের বিষয়ে শাকিল খান বলেন, রামপাল-মোংলাকে আমি ভালবাসি। এই এলাকার মানুষ আমার সাথে আছে। প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিলে এলাকার মানুষের জন্য সব ধরনের উন্নয়নমূলক কাজ করব।

এর আগে রোববার (২২ অক্টোবর) নেতাকর্মী ও সহস্রাধিক সমর্থক নিয়ে মোংলা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন চিত্রনায়ক শাকিল খান।

শহিদুল/ফয়সাল


সর্বশেষ

পাঠকপ্রিয়