ঢাকা     শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২১ ১৪৩১

আখাউড়ায় আ.লীগের সভাপতি ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৩, ৭ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১০:৩৮, ৭ ডিসেম্বর ২০২৩
আখাউড়ায় আ.লীগের সভাপতি ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ

অভিযুক্ত কাউন্সিলর ইব্রাহীম মিয়া সুজন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার এক কাউন্সিলরের বিরুদ্ধে দলবলসহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী (৬৭) ও তার স্ত্রী উষা বেগমকে (৬২) মারধর এবং বাড়িঘরে হামলা চালানোর অভিযোগ উঠেছে।

বুধবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার সড়ক বাজারে এসব ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। 

অবশ্য হামলার পরপর অন্য এক মামলায় অভিযুক্ত কাউন্সিলর ইব্রাহীম মিয়া ওরফে সুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে সড়ক বাজারের একটি ফার্মেসির সামনে বসেছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী। সেখানে কাউন্সিলর সুজন দলবল নিয়ে তারওপর চড়াও হন। রাস্তায় ফেলে মারধর করেন। পরে স্থানীয়রা আওয়ামী লীগ নেতাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আওয়ামী লীগ নেতার স্ত্রী উষা বেগম জানান, বুধবার বিকেলে কাউন্সিলরসহ ৪-৫ জন লোক তাদের বাড়িতে ঢুকে ভাঙচুর করে এবং তাকে মারধর করে। এসময় তারা তার স্বামীকে খুঁজছিলো।    

আহত উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী বলেন, আমি অসুস্থ। এখন কথা বলতে পারবো না। পরে কথা বলবো।

আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা বলেন, আমি ঢাকায় আছি। উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে মারধর করেছে বলে শুনেছি। 

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, উপজেলার মসজিদপাড়া থেকে কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপির একটি নাশকতার মামলায় তিনি এজহারভূক্ত আসামি। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

রুবেল/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়