ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

পাবনায় উত্তরের হিমেল হাওয়া

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৮, ১২ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১১:০০, ১২ ডিসেম্বর ২০২৩
পাবনায় উত্তরের হিমেল হাওয়া

নিম্নচাপ শেষে গত দু'দিন ধরেই উত্তরের জেলা পাবনায় শীতের তীব্র্রতা বাড়তে শুরু করেছে। সকাল থেকে ঘন কুয়াশা পড়ছে। সেইসাথে উত্তরের হিমেল হাওয়ায় শীত যেন জেঁকে বসছে। 

মঙ্গলবার (১২ ডিসেম্বর) ঘন কুয়াশার কারণে সূর্য ওঠার আগ পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করতে দেখা যায়। এ ছাড়া দিন এনে দিন খাওয়া দিনমজুরেরা শীতের তীব্রতায় দুর্ভোগে পড়েছেন। ভোরে কাজে বের হতে পারছেন না তারা। 

ঈশ্বরদী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, আজ (মঙ্গলবার) পাবনায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল (সোমবার) ছিলো এ মৌসুমে পাবনার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আরো পড়ুন:

তিনি বলেন, আগামি কয়েকদিন তাপমাত্রা আরেকটু কমার সম্ভাবনা রয়েছে। তাতে শীতের তীব্র্রতাও আরো বাড়বে।

শাহীন/টিপু

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়