ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

চ্যাম্পিয়নস লিগে কে কোন গ্রুপে

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪৫, ৩১ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চ্যাম্পিয়নস লিগে কে কোন গ্রুপে

কার ঘরে উঠবে এবারের চ্যাম্পিয়নস লিগ ট্রফি?

ক্রীড়া ডেস্ক : ইউরোপিয়ান ক্লাব ফুটবলে সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়নস লিগ। গত মৌসুমে লিভারপুলকে হারিয়ে প্রথম দল হিসেবে টানা তিনবার শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ।

এবারের মৌসুমে রিয়াল চারে চার করতে পারবে নাকি শিরোপা অন্য কারও ঘরে উঠবে, সেটা সময়ই বলে দেবে। তার আগে বৃহস্পতিবার রাতে মোনাকোয় হয়ে গেল ২০১৮-১৯ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের ড্র।

দেখে নিন কে কোন গ্রুপে

গ্রুপ ‘এ’: অ্যাটলেটিকো মাদ্রিদ, বরুসিয়া ডর্টমুন্ড, মোনাকো, ক্লাব ব্রুজ

গ্রুপ ‘বি’: বার্সেলোনা, টটেনহাম, পিএসভি আইন্দহোভেন, ইন্টার মিলান

গ্রুপ ‘সি’: পিএসজি, নাপোলি, লিভারপুল, রেড স্টার বেলগ্রেড

গ্রুপ ‘ডি’: লোকোমোতিভ মস্কো, পোর্তো, শালকে, গালাতাসারাই

গ্রুপ ‘ই’: বায়ার্ন মিউনিখ, বেনফিকা, আয়াক্স, এইকে অ্যাথেন্স

গ্রুপ ‘এফ’: ম্যানচেস্টার সিটি, শাখতার দোনেৎস্ক, অলিম্পিক লিওঁ, হফেনহেইম

গ্রুপ ‘জি’: রিয়াল মাদ্রিদ, রোমা, সিএসকেএ মস্কো, ভিক্টোরিয়া প্লজেন

গ্রুপ ‘এইচ’: জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড, ভ্যালেন্সিয়া, ইয়াং বয়েজ 




রাইজিংবিডি/ঢাকা/৩১ আগস্ট ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়