ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নজরকাড়া রিক্তা

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২৮, ২৯ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নজরকাড়া রিক্তা

বিনোদন ডেস্ক : মডেল-অভিনেত্রী ফারজানা রিক্তা। ছোটবেলায় যশোরের শাপলা একাডেমি থেকে নাচের প্রশিক্ষণ নেন। তবে শোবিজ অঙ্গনে কাজ করবেন এমন পরিকল্পনা তখন ছিল না তার।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুবাদে ঢাকায় আসেন রিক্তা। তারপর তার মামা বিজ্ঞাপনচিত্রে মডেল হওয়ার সুযোগ তৈরি করে দেন। বিজ্ঞাপনচিত্রে পা রেখে সবার নজরে পড়েন রিক্তা। এ পর্যন্ত প্রায় অর্ধশত বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। নাম লেখিয়েছেন টেলিভিশন নাটকেও।

মডেলিংয়ের আগে অভিনয়ের কিছু না জানলেও টেলিভিশন নাটক-টেলিফিল্মে দুর্দান্ত অভিনয় করে দর্শকপ্রিয়তা লাভ করেন এই অভিনেত্রী। টিভি নাটকের পাশাপাশি সম্প্রতি ‘আলতাবানু’ সিনেমার কাজ শেষ করেছেন রিক্তা। মুক্তি প্রতীক্ষিত এ সিনেমাটি তার অভিনীত তৃতীয় সিনেমা। এই অভিনেত্রীকে নিয়ে সাজানো হয়েছে ফটো ফিচার।

 


যশোরের মেয়ে ফারজানা রিক্তা। বেড়েও উঠেছেন এই শহরে

 


উচ্চমাধ্যমিক শেষ করে ২০১০ সালে ঢাকায় পাড়ি জমান রিক্তা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ডিগ্রি লাভ করেন এই অভিনেত্রী

 


গুণী নির্মাতা অমিতাভ রেজা পরিচালিত একটি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন রিক্তা

 


‘কার্তুজ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন রিক্তা

 


রিক্তার শখ জীবজন্তুর ছবি তোলা। তার তোলা ছবি ন্যাশনাল জিওগ্রাফিতে প্রকাশিত হয়েছে

 



রাইজিংবিডি/ঢাকা/২৯ মার্চ ২০১৮/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়