ঢাকা     মঙ্গলবার   ১৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ২ ১৪৩১

ছবিতে দক্ষিণের প্রানিতা সুভাষ

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪১, ১ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছবিতে দক্ষিণের প্রানিতা সুভাষ

প্রানিতা সুভাষ

বিনোদন ডেস্ক : ভারতীয় মডেল-অভিনেত্রী প্রানিতা সুভাষ শোবিজ অঙ্গনে পা রেখেছেন মডেলিংয়ের মাধ্যমে। আট বছরের অভিনয় ক্যারিয়ারে তার অভিনীত ২৪টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে।

ভারতের দক্ষিণী সিনেমার সুপার স্টার মহেশ বাবুর সঙ্গে জুটি বেঁধেও অভিনয় করেছেন তিনি। উপহার দিয়েছেন বেশ কিছু ব্যবসাসফল সিনেমা। তার অভিনীত সিনেমা শুধু ব্যবসাসফলই হয়নি, রূপ আর অভিনয় গুণে দর্শক-সমালোচকদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছেন তিনি। এই অভিনেত্রীকে নিয়ে সাজানো হয়েছে ফটো ফিচার।




ভারতের বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন প্রানিতা সুভাষ। বেড়েও উঠেছেন এই শহরে
 


২০১০ সালে কন্নড় ভাষার ‘পোরকি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে এই অভিনেত্রীর
 


একই বছর ‘এম পিলু এম পিলাড়ু’ সিনেমার মাধ্যমে তেলেগু ভাষার সিনেমায় পা রাখেন প্রানিতা
 


২০১১ সালে ‘উদয়ন’ সিনেমার মাধ্যমে তামিল ভাষার সিনেমায় অভিষেক ঘটে এই অভিনেত্রীর
 


২০১৫ সালে তামিল ভাষার সিনেমায় অভিনয় করে সেরা অভিনেত্রী হিসেবে এডিসন অ্যাওয়ার্ড লাভ করেন তিনি


 

রাইজিংবিডি/ঢাকা/১ নভেম্বর ২০১৮/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়