ঢাকা     শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১ ১৪৩১

সালমান শাহর নায়িকারা

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৭, ৬ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৬:৪১, ৬ সেপ্টেম্বর ২০২০
সালমান শাহর নায়িকারা

ঢাকাই চলচ্চিত্রের নন্দিত জুটি সালমান শাহ, শাবনূর

ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় অভিনেতা সালমান শাহ। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের দাড়িয়া পাড়ায় তার জন্ম। টেলিভিশন নাটকের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন সালমান। নব্বই দশকের এই নন্দিত অভিনেতা ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান।

অভিনয় ক্যারিয়ারে ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেছেন সালমান শাহ। ক্ষণজন্মা এই অভিনেতার ক্যারিয়ারে বেশ কজন চিত্রনায়িকা তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন। যেমন: মৌসুমী, শাবনূর, শাবনাজ, লিমা, বৃষ্টি, শিল্পী, শাহনাজ, শ্যামা।

ক্যারিয়ারে বেশ কজন চিত্রনায়িকা সালমান শাহর বিপরীতে অভিনয় করলেও সালমান শাহ-শাবনূর জুটি দীর্ঘস্থায়ী হয়। এ জুটির মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোও ব্যবসায়ীকভাবে সফল।

আরো পড়ুন:

১৯৯৩ সালে পরিচালক সোহানুর রহমান সোহান নির্মাণ করেন ‘কেয়ামত থেকে কেয়ামত’। এ সিনেমার মাধ্যমে দুই নতুন মুখ সালমান শাহ ও মৌসুমীকে উপহার দেন তিনি। পরের বছরই অর্থাৎ ১৯৯৪ সালে সালমানের বিপরীতে ‘অন্তরে অন্তরে’ ও ‘স্নেহ’ সিনেমায় দেখা যায় মৌসুমীকে। ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ‘দেনমোহর’ সিনেমায় সালমানের বিপরীতে অভিনয় করেন মৌসুমী। সহ-শিল্পীর বাইরেও এ জুটির মধ্যে ভালো বন্ধুত্ব ছিল।

ঢাকাই চলচ্চিত্রের অন্যতম সফল জুটি সালমান শাহ ও শাবনূর। চিত্রপরিচালক জহিরুল হক ১৯৯৪ সালে নির্মাণ করেন ‘শুধু তুমি’। এতে সালমানের বিপরীতে অভিনয় করেন শাবনূর। এ চলচ্চিত্রের সাফল্যের পর শাবনূরের সঙ্গে সালমানের জুটি স্থায়ীভাবে দর্শক হৃদয়ে জায়গা করে নেয়। এরপর তারা জুটি বেঁধে অভিনয় করেন— ‘সুজন সখী’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘মহামিলন’, ‘বিচার হবে’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘জীবন সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেম পিয়াসী’, ‘স্বপ্নের নায়ক’, ‘আনন্দ অশ্রু, ‘বুকের ভিতর আগুন’ চলচ্চিত্রে। সালমান শাহর জীবনের শেষ চলচ্চিত্রেও অভিনয় করেন শাবনূর।

পরিচালক জীবন রহমান ১৯৯৪ সালের শেষের দিকে নির্মাণ করেন ‘প্রেম যুদ্ধ’। এতে সালমানের বিপরীতে অভিনয় করেন লিমা। পরের বছর দেলোয়ার জাহান ঝন্টু নির্মাণ করেন ‘কন্যাদান’। এতেও সালমানের বিপরীতে অভিনয় করেন লিমা।

১৯৯৫ সালে পরিচালক হাফিজউদ্দিন ‘আঞ্জুমান’ চলচ্চিত্র নির্মাণ করেন। এতে সালমানের বিপরীতে অভিনয় করেন শাবনাজ। মুক্তির পর চলচ্চিত্রটি সুপারহিট হয়। পরবর্তীতে ‘আশা ভালোবাসা’ ও ‘মায়ের অধিকার’ চলচ্চিত্রেও জুটি বেঁধে অভিনয় করেন সালমান-শাবনাজ।

গুণী চিত্রপরিচালক মালেক আফসারী ১৯৯৬ সালে নির্মাণ করেন ‘এই ঘর এই সংসার’। এতে সালমানের বিপরীতে অভিনয় করেন নবাগত বৃষ্টি। এটিই ছিল এ নায়িকার প্রথম ও শেষ চলচ্চিত্র।

রানা নাসের নির্মাণ করেন ‘প্রিয়জন’ নামে চলচ্চিত্র। এতে সালমানের বিপরীতে অভিনয় করেন শিল্পী। এটি মুক্তি পায় ১৯৯৬ সালে। ছটকু আহমেদ নির্মিত ‘সত্যের মৃত্যু নেই’ চলচ্চিত্রটি ১৯৯৬ সালে মুক্তি পায়। এতে সালমানের বিপরীতে অভিনয় করেন শাহনাজ।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়