ছবিতে বয়সকে হার মানানো জয়া
ছবি ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংগৃহীত
জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেত্রী জয়া আহসান। বাংলাদেশের পাশাপাশি ভারতীয় বাংলা সিনেমাতেও নিয়মিত অভিনয় করছেন তিনি। ওপার বাংলাতেও তার তুমুল জনপ্রিয়তা।
‘গেরিলা’, ‘চোরাবালি’, ‘জিরো ডিগ্রি’, ‘রাজকাহিনি’, ‘বিসর্জন’, ‘দেবী’, ‘বিজয়া’, ‘কণ্ঠ’, ‘রবিবার’ প্রভৃতি সিনেমায় অভিনয় করে বিশেষ খ্যাতি ও প্রশংসা কুড়িয়েছেন জয়া। জিতে নিয়েছেন অসংখ্য পুরস্কার। ১ জুলাই জয়া আহসানের জন্মদিন। বিশেষ এই দিনে ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছাবার্তায় সিক্ত হচ্ছেন তিনি।
জয়া আহসানকে নিয়ে এই ফটো ফিচার:
অভিনয়ে নাম লেখানোর আগে সাংবাদিকতা করতেন জয়া
কোলা কোলার বিজ্ঞাপনের মাধ্যমে প্রথম পর্দায় হাজির হন জয়া। তার প্রথম টেলিভিশন নাটক ‘পঞ্চমী’
জয়া ভীষণ স্বাস্থ্য সচেতন। নিয়মিত শরীর চর্চা করেন তিনি
দেবী, ডুব সাঁতার ও বিসর্জন জয়ার প্রিয় সিনেমা
গাজর খেতে অনেক পছন্দ করেন জয়া। ছোটবেলায় এজন্য তাকে খরগোশ বলে ডাকা হতো
ব্যক্তিগত জীবনে অভিনেতা ফয়সাল আহসানকে বিয়ে করেছিলেন জয়া। তবে ২০১২ সালে তাদের ডিভোর্স হয়
ঢাকা/মারুফ