ছবিতে মোহনীয় প্রিয়াঙ্কার রূপের জাদু
ছবি প্রিয়াঙ্কা চোপড়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া
সাবেক মিস ওয়ার্ল্ড প্রিয়াঙ্কা চোপড়া। মাত্র ১৮ বছর বয়সে বিশ্ব সুন্দরীর মুকুট জয় করেন। এরপর বলিউডে পা রাখেন। এখন হলিউডে নিয়মিত কাজ করছেন। বিশ্বের নামকরা অ্যাওয়ার্ড অনুষ্ঠানের লাল গালিচায় দেখা যায় তাকে।
অভিনয়ের পাশাপাশি নানা জনকল্যাণমূলক কাজ করেন প্রিয়াঙ্কা। পাশাপাশি নারীর ক্ষমতায়নের বিভিন্ন বিষয় নিয়েও কাজ করছেন। অভিনয় দক্ষতা, আত্ম বিশ্বাস ও মোহনীয় রূপের জাদুতে তিনি হয়ে উঠেছেন ভক্তদের আদর্শ।
প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে এই ফটো ফিচার:
অভিনয়ে নাম লেখালেও ছোটবেলায় অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হতে চাইতেন প্রিয়াঙ্কা
ভারতের তামিল ইন্ডাস্ট্রিতে অভিনয়ের মাধ্যমে রুপালি পর্দায় তার অভিষেক হয়
অভিনয়ের পাশাপাশি জাতিসংঘের গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন প্রিয়াঙ্কা
‘আনফিনিশড’ নামে আত্মজীবনী লিখেছেন তিনি
ব্যাক্তিগত জীবনে মার্কিন গায়ক নিক জোনাসকে বিয়ে করেছেন প্রিয়াঙ্কা
পার্পেল পেবল নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে প্রিয়াঙ্কার
ঢাকা/মারুফ