ছবিতে নজরকাড়া অনন্যা পান্ডে
বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে। তার আরেক পরিচয় তিনি অভিনেতা চাংকি পান্ডের মেয়ে।
‘স্টুডেন্ট অব দি ইয়ার টু’ সিনেমার মাধ্যমে হিন্দি সিনেমা জগতে পথচলা শুরু করেন অনন্যা। অল্প সময়ে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন। যদিও সিনেমায় নাম লেখানোর আগে থেকেই নানা কারণে আলোচনায় থাকতেন তিনি। সিনেমার পাশাপাশি এখনো ব্যক্তিগত বিভিন্ন কারণে খবরে আসেন এই অভিনেত্রী।
এদিকে ২৫ আগস্ট মুক্তি পেয়েছে অনন্যা অভিনীত সিনেমা ‘লাইগার’। পুরী জগন্নাথ পরিচালিত এই সিনেমায় বিজয় দেবরকোন্ডার বিপরীতে অভিনয় করেছেন তিনি। স্পোর্টস-অ্যাকশন ঘরানার ‘লাইগার’ হিন্দির পাশাপাশি তেলেগু ভাষায় শুটিং হয়েছে। পাশাপাশি তামিল, কন্নড় ও মালায়ালাম ভাষায় ডাবিং করে সিনেমাটি মুক্তি দেওয়া হয়েছে। এটি প্রযোজনা করেছেন করন জোহর। অভিনেত্রী অনন্যা পান্ডেকে নিয়ে এই ফটো ফিচার।
মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে লেখাপড়া করেছেন অনন্যা
অভিনয়ে নাম লেখানোর আগে ইয়াসমিন করাচিওয়ালার কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন
অভিনেত্রী আলিয়া ভাটের অনেক বড় ভক্ত অনন্যা। ভবিষ্যতে তার মতোই হতে চান তিনি
চকোলেট ও পিৎজা খেতে পছন্দ করেন অনন্যা
অবসর কাটানোর জন্য অনন্যার সবচেয়ে প্রিয় স্থান লাস ভেগাস
/মারুফ/