ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

ধনাঢ্য পরিবার থেকে বলিউডে, প্রভাসের পর শাকিবের নায়িকা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৭, ২৭ অক্টোবর ২০২৩   আপডেট: ১১:৪৪, ২৭ অক্টোবর ২০২৩
ধনাঢ্য পরিবার থেকে বলিউডে, প্রভাসের পর শাকিবের নায়িকা

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান। তাকে নিয়ে পরিচালক অনন্য মামুন নির্মাণ করছেন ‘দরদ’ শিরোনামে সিনেমা। নানা জল্পনা-কল্পনার পর সিনেমাটিতে শাকিবের বিপরীতে বলিউড অভিনেত্রী সোনাল চৌহানকে চূড়ান্ত করা হয়েছে।

কয়েক দিন আগে ‘দরদ’ সিনেমার শুটিংয়ের জন্য ভারতে গিয়েছেন শাকিব খান। বর্তমানে ভারতে অবস্থান করছেন তিনি। ভারতে গিয়ে সোনাল চৌহানের সঙ্গে সংবাদ সম্মেলন করেন শাকিব খান।

 

আরো পড়ুন:

 ১৯৮৫ সালে ভারতের উত্তর প্রদেশের শাহি রাজপুত পরিবারে জন্মগ্রহণ করেন সোনাল চৌহান। ২০০৫ সালে ‘মিস ওয়ার্ল্ড ট্যুরিজম’ ও ‘ফেমিনা মিস ইন্ডিয়া’ বিজয়ী হন তিনি।

 

ধনাঢ্য পরিবারের মেয়ে হয়েও নিজের স্বপ্ন পূরণের জন্য অভিনয়ে পা রাখেন সোনাল চৌহান। ২০০৬ সালে হিমেশ রেশমিয়ার জনপ্রিয় অ্যলবাম ‘আপ কা সুরুর’ মুক্তি পায়। এতে প্রথমবার মডেল হন সোনাল।

 

২০০৮ সালে ‘জান্নাত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে সোনাল চৌহানের। এতে ইমরান হাশমির সঙ্গে জুটি বাঁধেন তিনি। মুক্তির পর এ সিনেমা বেশ জনপ্রিয়তা লাভ করে। পাশাপাশি সিনেমার গানও মন কাড়ে শ্রোতাদের।

 

হিন্দি সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হলেও ২০০৮ সালে ‘রেইনবো’ সিনেমার মাধ্যমে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করেন সোনাল চৌহান।

 

ইমরান হাশমির বিপরীতে অভিনয় করে বেশি আলোচনায় আসেন সোনাল চৌহান। তারপরও বলিউডে কাজের পরিমাণ কমিয়ে দেন এবং টানা ভারতের দক্ষিণী সিনেমায় কাজ করতে থাকেন।

 

সোনাল অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আদিপুরুষ’। এ সিনেমায় ‘বাহুবলি’খ্যাত প্রভাসের বিপরীতে অভিনয় করেন তিনি। এবার ‘দরদ’-এর মাধ্যমে বাংলা সিনেমায় অভিষেক ঘটবে সোনালের।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়