ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

তারকা কন্যা হয়েও খ্যাতির আলো পাননি সাই

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪২, ৯ আগস্ট ২০২৪   আপডেট: ১০:৪৫, ৯ আগস্ট ২০২৪
তারকা কন্যা হয়েও খ্যাতির আলো পাননি সাই

বলিউড অভিনেত্রী সাই মাঞ্জরেকর। ১৯৯৮ সালের ২৯ আগস্ট মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। তার বাবা অভিনেতা-পরিচালক মহেশ মাঞ্জরেকর, মা প্রযোজক মেধা মাঞ্জরেকর।

হিন্দি, মারাঠি, তামিল, তেলুগু ভাষার সিনেমায় অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন মহেশ মাঞ্জরেকর। ১৯৮৭ সালে দীপা মেহতাকে বিয়ে করেন মহেশ। বিয়ের পর দুই সন্তানের জন্ম দেন দীপা। ১৯৯৫ সালে অভিনেত্রী-প্রযোজক মেধাকে বিয়ে করেন মহেশ। সাই মাঞ্জরেকর তাদেরই সন্তান।

 

আরো পড়ুন:

মুম্বাইয়ে স্কুল-কলেজের পাঠ চুকান সাই। ছোটবেলা থেকেই অভিনয়-নাচ নিয়ে ক্যারিয়ার গড়ার স্বপ্ন বুনেন তিনি। ‘বিরুদ্ধ’ সিনেমায় পরিচালক মহেশকে সাহায্য করেন সাই। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাকস্পর্শ’ নামে একটি মারাঠি সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন সাই। এটি পরিচালনা করেন মহেশ মাঞ্জরেকর। এতে সাইয়ের মা মেধাও অভিনয় করেন।

 

২০১৯ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘দাবাং থ্রি’ সিনেমা। এতে সালমান খানের প্রেমিকার ভূমিকায় অভিনয় করেন সাই মাঞ্জরেকর। সালমান খানের হাত ধরে বলিপাড়ায় যাত্রা শুরু করলেও নিজের আলাদা পরিচিতি তৈরি করতে পারেননি সাই। এতেও তার বাবা-মা ছোট চরিত্রে অভিনয় করেন।

 

কানাঘুষো শোনা যায়, ‘দাবাং থ্রি’ সিনেমায় সালমান খানের বিপরীতে অভিনয় করার কথা ছিল সাইয়ের সৎ বোন আশ্বামি মাঞ্জরেকরের। কিন্তু শেষ পর্যন্ত সাইকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়। ‘দাবাং থ্রি’ সিনেমায় অভিনয়ের পর সালমান খানের ছত্রছায়া থেকে বেরিয়ে যাননি সাই। প্রতি বছর সালমান খান এবং বলিউড তারকারা বিদেশের বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানে পারফর্ম করেন। এসব অনুষ্ঠানে সালমানের সঙ্গে টানা দু’বছর পারফর্ম করেন সাই।

 

বড় পর্দার পাশাপাশি মিউজিক ভিডিওতে অভিনয় করতে দেখা যায় সাই মাঞ্জরেকরকে। বলিউড অভিনেতা আয়ুষ শর্মার সঙ্গে গানের ভিডিওতে অভিনয় করেন তিনি। বি প্রাকের মতো গায়কের ভিডিওতে দেখা গিয়েছে সাইকে। ২০২২ সালে ‘ঘানি’ নামে একটি তেলুগু সিনেমায় অভিনয় করেন সাই মাঞ্জরেকর। কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সিনেমাটি।

 

২০২২ সালে ‘মেজর’ শিরোনামে একটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তেলুগু ভাষার পাশাপাশি হিন্দি ভাষায়ও মুক্তি পায় সিনেমাটি। এই সিনেমা বক্স অফিসে ভালো ব্যবসা করে। ২০২৩ সালে ‘স্কন্দ’ শিরোনামে একটি তেলুগু সিনেমায় অভিনয় করতে দেখা যায় সাইকে। ২০১৯ সালের পর পাঁচ বছর কোনো হিন্দি সিনেমায় অভিনয় করেননি তিনি।

 

চলতি বছরে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সাই অভিনীত হিন্দি সিনেমা ‘আরো মে কাহা দম থা’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন অজয় দেবগন-টাবু। এ সিনেমায়ও অভিনয় করেছেন সাই। এতে শান্তনুর বিপরীতে অভিনয় করেছেন তিনি। পর্দায় টাবুর তরুণী বয়সের চরিত্র রূপায়ন করেছেন এই অভিনেত্রী।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়