ঢাকা     বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ৩০ ১৪৩১

ক্রিকেটারের সঙ্গে পরকীয়ার গুঞ্জন, ভেঙে যায় নায়িকার প্রেম

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩০, ২৩ আগস্ট ২০২৪   আপডেট: ১৩:০২, ২৩ আগস্ট ২০২৪
ক্রিকেটারের সঙ্গে পরকীয়ার গুঞ্জন, ভেঙে যায় নায়িকার প্রেম

বলিউড অভিনেত্রী সায়ালি ভগৎ। ১৯৮৪ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রের নাসিকে এক মারাঠি পরিবারে জন্মগ্রহণ করেন। সেখানে বাবা-মায়ের সঙ্গে থাকতেন তিনি। নাসিক থেকেই স্কুল-কলেজের পড়াশোনা শেষ করেন।

কলেজের পড়াশোনা শেষ করে মডেলিং শুরু করেন সায়ালি। ২০০৪ সালে একটি সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হন তিনি। এ প্রতিযোগিতায় জয়ী হওয়ার পর একাধিক বিজ্ঞাপনে অভিনয় করতে দেখা যায় সায়ালিকে। মডেলিং দুনিয়াতেও রাতারাতি জনপ্রিয়তা লাভ করেন তিনি।

 

আরো পড়ুন:

মডেল হিসেবে সফল হওয়ার পর বলিউডে ক্যারিয়ার গড়তে চান সায়ালি। ২০০৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘দ্য ট্রেন’। এ সিনেমায় বলিউড অভিনেতা ইমরান হাশমির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন সায়ালি। তার অভিষেক চলচ্চিত্র বক্স অফিসে ভালো ব্যবসা করে। এরপর ‘গুড লাক’ শিরোনামে একটি হিন্দি সিনেমার মুখ্যচরিত্রে অভিনয় করেন সায়ালি। কিন্তু সিনেমাটিতে বিশেষভাবে নজর কাড়তে পারেননি এই অভিনেত্রী।

 

২০০৮ সালে রাজকুমার সন্তোষী নির্মিত ‘হাল্লা বোল’ সিনেমা মুক্তি পায়। অজয় দেবগন এবং বিদ্যা বালান সিনেমাটির মুখ্যচরিত্রে অভিনয় করেন। এ সিনেমার একটি গানে ক্যামিও চরিত্রে অভিনয় করেন সায়ালি। বলিউড সিনেমায় খুব একটা সুবিধা করতে না পেরে দক্ষিণী সিনেমায় অভিনয় করার সিদ্ধান্ত নেন সায়ালি। তামিল, তেলুগু এবং কন্নড় ভাষার সিনেমায় অভিনয় করলেও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার গড়তে পারেননি তিনি।

 

২০০৯ সালে ‘পেয়িং গেস্টস’ নামে একটি হিন্দি সিনেমায় অভিনয়ের সুযোগ পান সায়ালি। সিনেমাটিতে জনি লিভার, শ্রেয়স তালপাড়ে, নেহা ধুপিয়া, জাভেদ জাফরি, সেলিনা জেটলি, রিয়া সেনের মতো তারকাদের সঙ্গে অভিনয় করেন সায়ালি। কিন্তু সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

 

২০১০ সালে ‘দ্য সেন্ট হু থট আদারওয়াইজ’ শিরোনামে একটি ইংরেজি ভাষার সিনেমায় অভিনয়ের সুযোগ পান সায়ালি। তারপর ‘ইমপেশেন্ট বিবেক’, ‘ঘোস্ট’, ‘রাজধানী এক্সপ্রেস’, ‘ইয়ারিয়া’, ‘দিস উইকেন্ড’-এর মতো একাধিক সিনেমায় অভিনয় করেন তিনি। কিন্তু কোনো সিনেমায়ই সায়ালির অভিনয় দর্শকের মনে দাগ কাটেনি। ২০১৩ সালে ‘সমাধি’ শিরোনামে একটি ভারতীয় বাংলা সিনেমায় অভিনয় করেন সায়ালি। ২০১৬ সালে ‘ধিগিল’ শিরোনামে একটি তামিল সিনেমায় অভিনয় করেন। এরপর বড় পর্দা থেকে নিজেকে সরিয়ে নেন সায়ালি।

 

২০০৮ সালে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়ান সায়ালি। দু’বছর ডেট করেন তারা। সায়ালির সঙ্গে সম্পর্কের ইতি টানার পর টেনিস-তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেন শোয়েব। তবে এ সম্পর্কের কথা অস্বীকার করেন সায়ালি। এক সাক্ষাৎকারে সায়ালি বলেছিলেন— ‘শোয়েবের সঙ্গে একটি হিন্দি সিনেমায় অভিনয়ের কথা ছিল। সেই সূত্রেই দু’-তিনবার তার সঙ্গে দেখা করেছিলাম। শোয়েবের সঙ্গে কখনো সম্পর্কে ছিলাম না। পুরোটাই গুজব। বরং অন্য একজনের সঙ্গে সম্পর্কে ছিলাম। শোয়েবের সঙ্গে সম্পর্ক নিয়ে গুজব রটে যাওয়ায় সেই সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়েছিল।’

 

আফসোস করে সায়ালি বলেছিলেন, ‘আমার প্রেমিকের সঙ্গে প্রায়ই অশান্তি হতো। গুজব রটে যাওয়ার ফলে সমস্যা আরো বাড়তে থাকে। আমার মনে হয়, শোয়েবের সঙ্গে আমার নাম না জড়ালে আমি আমার প্রেমিককে হারাতাম না। আমাদের সম্পর্ক এভাবে শেষ হতো না।’

 

২০১৩ সালে নবীনপ্রতাপ সিং যাদবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সায়ালি। তার বর রুপালি জগতের কেউ নন। তিনি পেশায় একজন ব্যবসায়ী। আপাতত স্বামী-সংসার নিয়েই ডুবে আছেন এই অভিনেত্রী।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়