ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

মুখ না দেখিয়েও মন জয় করলেন ভূমি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫১, ৬ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১১:১৩, ৬ সেপ্টেম্বর ২০২৪
মুখ না দেখিয়েও মন জয় করলেন ভূমি

অমর কৌশিক পরিচালিত আলোচিত সিনেমা ‘স্ত্রী টু’। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও। কমেডি-হরর ঘরানার এ সিনেমা গত ১৫ আগস্ট বিশ্বের ৩ হাজার পর্দায় মুক্তি পায়। শতকোটি টাকা ব্যয়ে নির্মিত এ সিনেমার আয় হাজার কোটি টাকা ছাড়িয়েছে।

ভৌতিক ঘরানার ‘স্ত্রী টু’ সিনেমায় ‘পেত্নী’ চরিত্রটি দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। যদিও এই পেত্নীর মুখ দর্শকদের দেখাননি নির্মাতা। মুখ না দেখিয়েও দর্শকদের কড়তালি কুড়াচ্ছে পেত্নী চরিত্রটি। স্বাভাবিকভাবে চরিত্র রূপায়নকারীকে নিয়ে কৌতুহল তৈরি হয়েছে। মূলত, ‘পেত্নী’ চরিত্র রূপায়ন করেছেন অভিনেত্রী ভূমি রাজগোর। ‘স্ত্রী টু’ মুক্তির পর থেকে প্রচুর কাজের প্রস্তাব পাচ্ছেন ভূমি। তার ভাষায়— ‘সিনেমাটির সাফল্যের পর কাজের প্রস্তাবের বন্যায় ভাসছি।’

 

গুজরাটের আহমেদাবাদে জন্মগ্রহণ করেন ভূমি। বাবা-মা, দুই ভাইয়ের সঙ্গে সেখানেই বেড়ে উঠেছেন। আহমেদাবাদে স্কুল-কলেজের পড়াশোনা শেষ করেন। ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন ভূমি। পড়াশোনার পাশাপাশি কত্থক নাচে আলাদাভাবে প্রশিক্ষণ নেন। কলেজের পড়াশোনা শেষ করে আহমেদাবাদের একটি বেসরকারি প্রতিষ্ঠানে ইভেন্ট ম্যানেজারের কাজ শুরু করেন।

 

ভূমির মা আহমেদাবাদে একটি সেলুন চালাতেন। চাকরি ছেড়ে সেই সেলুনে রূপসজ্জাশিল্পী হিসেবে কাজ শুরু করেন ভূমি। ২০১৯ সালের মার্চ মাসে স্থানীয় একটি পত্রিকা গুজরাটের সেরা রূপসজ্জাকারী শিল্পীর তালিকা প্রকাশ করে। এ তালিকার প্রথম সারিতে নাম উঠে ভূমির। অভিনয়ে ক্যারিয়ার গড়তে চেয়েছিলেন ভূমি। তাই বিভিন্ন জায়গায় অডিশন দিতে শুরু করেন। ২০২২ সালের অক্টোবর মাসে একটি বিজ্ঞাপনে অভিনয়ের সুযোগ পান ভূমি। তারপরই বড় পর্দায় অভিনয়ের ডাক পান।

 

২০২২ সালে ‘ফক্ত মহিলাও মাতে’ নামে একটি গুজরাটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এ সিনেমায় অভিনয় করেন বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চন। এই সিনেমায় প্রথম অভিনয়ের সুযোগ পান ভূমি। ২০২৩ সালে ‘হারি ওম হারি’ নামে আরেকটি গুজরাটি সিনেমায় অভিনয় করেন ভূমি। তারপর বলিউডে পা রাখেন এই অভিনেত্রী।

 

২০২৩ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় রোমান্টিক ঘরানার সিনেমা ‘সত্য প্রেম কী কথা’। কার্তিক আরিয়ান-কিয়ারা আদাভানি অভিনীত এই সিনেমার হাত ধরে বলিপাড়ায় কাজ করার প্রথম সুযোগ পান ভূমি। সিনেমাটিতে কিয়ারার বান্ধবীর চরিত্রে অভিনয় করতে দেখা যায় ভূমিকে।

 

‘স্ত্রী টু’ সিনেমায় যুক্ত হওয়ার গল্প জানিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে ভূমি বলেন, “হোয়াটসঅ্যাপে অচেনা একজন আমাকে অডিশনের কথা জানান। তিনি আমাকে বলেন, ‘তোমাকে এমন চরিত্রের জন্য অডিশন দিতে হবে, যেখানে তোমার মুখ দেখা যাবে না।” এরপর অডিশন দিয়ে ভিডিও পাঠিয়ে দেন ভূমি। কিন্তু ভিডিও পাঠানোর পর এক মাস কেটে গেলেও কোনো উত্তর পাননি তিনি।

 

পরের ঘটনা বর্ণনা করে ভূমি বলেন, ‘অডিশন দেওয়ার এক মাস পর আমার সঙ্গে যোগাযোগ করে জানানো হয় যে, বলিউড পরিচালক অমর কৌশিক দেখা করতে চান। আমি তো চমকে উঠেছিলাম। কিছুই বুঝতে পারছিলাম না। তবু মুম্বাই গিয়ে পরিচালকের সঙ্গে দেখা করি। তারপর হাস্যকর এক ঘটনা ঘটে।’

 

চরিত্রটির জন্য নির্বাচিত হওয়ার পরও বিশ্বাস করতে পারছিলেন না ভূমি। তা জানিয়ে এ অভিনেত্রী বলেন, “আমি বিশ্বাস করতে পারছিলাম না। অমর হঠাৎ অফিসের সকলকে বলল সব জানালা খুলে দিতে। তারপর আমাকে জানালা থেকে মুখ বের করে জোরে চিৎকার করতে বলল। সাত বা আট তলায় অফিস ছিল। অমরের কথামতো আমি চিৎকার করি। এত উঁচু থেকেও সকলে আমার চিৎকার শুনতে পেয়েছিল। যারা নিচে হাঁটাচলা করছিলেন, তারাও উপরের দিকে চেয়ে দেখছিল। আমার চিৎকার শুনেই অমর জানান, ভূমি ‘স্ত্রী টু’ সিনেমার জন্য চূড়ান্ত।”

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়