ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

ঘূর্ণিঝড় দানার প্রভাব

ফটো ফিচার ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৩, ২৪ অক্টোবর ২০২৪  
ঘূর্ণিঝড় দানার প্রভাব

কক্সবাজারের ইনানী সৈকতে ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে সৃষ্ট প্রবল ঢেউয়ে ইনানী জেটির একটি অংশ ভেঙে গেছে

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় দানায় রূপ নিয়ে স্থলভাগের দিকে ধেঁয়ে আসছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় ও মধ্যবর্তী অঞ্চলসহ বিভিন্ন এলাকার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। দেশের বিভিন্ন জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সারা দেশ থেকে রাইজিংবিডির প্রতিনিধিদের পাঠানো ছবিতে তৈরি হয়েছে এবারের ফটো ফিচার।

 

প্রবল ঘূর্ণিঝড় দানার সতর্কতা উপেক্ষা করে কক্সবাজার সৈকতে নামছেন পর্যটকরা। অনেকেই স্নানে ব্যস্ত। তবে পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে টুরিস্ট পুলিশ ও বিচ-কর্মীরা

 


দানার প্রভাবে কোথাও কোথাও ভারী বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে নৌকা করে পার হচ্ছেন কর্মজীবীরা। ছবিটি ঝালকাঠী থেকে পাঠিয়েছেন অলোক সাহা

 

বৃষ্টির মধ্যে স্কুল থেকে ফিরছেন দুই শিক্ষার্থী। ছবিটি বাগেরহাট থেকে তোলা

 

বৃষ্টির জন্য তো কোনো কিছু থেমে থাকবে না। তাই বৃষ্টি মাথায় নিজ নিজ গন্তব্যে ছুটে চলেছেন কর্মজীবীরা

 


দানার প্রভাবে বেড়েছে নদ-নদীর পানি। আবহাওয়া অধিদপ্তরের পরামর্শে মাছ ধরার নৌকা তীরে ভেড়ানো হয়েছে। ছবিটি তোলা হয়েছে সাতক্ষীরা থেকে

 


কালো মেঘে তৈরি হয়েছে সন্ধ্যার আবহ। পটুয়াখালী থেকে ছবিটি পাঠিয়েছেন মো. ইমরান


সর্বশেষ

পাঠকপ্রিয়