আলোচনায় নিমরত কৌর
বলিউড অভিনেত্রী নিমরত কৌর। ১৯৮২ সালের মার্চে ভারতের রাজস্থানের এক শিখ পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করতেন। দিল্লিতে স্কুল-কলেজের পড়াশোনা শেষ করার পর মুম্বাই পাড়ি জমান নিমরত।
মুম্বাইয়ে যাওয়ার পর মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন নিমরত। মডেলিংয়ের পাশাপাশি থিয়েটারেও অভিনয় শুরু করেন। কুমার শানু এবং শ্রেয়া ঘোষালের মতো সংগীতশিল্পীদের মিউজিক ভিডিওতে অভিনয় করতে দেখা যায় নিমরতকে। নামি-দামি প্রতিষ্ঠানের একাধিক বিজ্ঞাপনেও মডেল হয়েছেন তিনি।
২০০৬ সালে ‘ওয়ান নাইট উইথ দ্য কিং’ নামে একটি ইংরেজি ভাষার সিনেমায় ছোট চরিত্রে অভিনয়ের সুযোগ পান নিমরত। ২০১২ সালে অনুরাগ কাশ্যপের প্রযোজনায় ‘পেডলার্স’ নামে হিন্দি সিনেমায় অভিনয় করেন। কান চলচ্চিত্র উৎসবে এই সিনেমা প্রদর্শনের পর দারুণ প্রশংসা কুড়ান নিমরত।
২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাভ শুভ তে চিকেন খুরানা’ সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করেন নিমরত। ২০১৩ সালের মাঝামাঝি সময়ে চকলেট প্রস্তুতকারক একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা লাভ করেন। ২০১৩ সালে মু্ক্তিপ্রাপ্ত ‘দ্য লাঞ্চবক্স’ সিনেমায় ইরফান খানের সঙ্গে অভিনয় করে নজর কাড়েন নিমরত। তারপর অক্ষয় কুমারের সঙ্গে ‘এয়ারলিফট’, অভিষেক বচ্চনের সঙ্গে ‘দসভি’ সিনেমায় অভিনয় করেন তিনি।
২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘সজিনী শিন্ডে কা ভাইরাল ভিডিও’ সিনেমায় ইন্সপেক্টরের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান নিমরত। বড় পর্দার পাশাপাশি ‘লাভ শটস’, ‘দ্য টেস্ট কেস’, ‘স্কুল অব লায়েজ’ নামের ওয়েব সিরিজে অভিনয় করেন তিনি।
‘দসভি’ সিনেমার শুটিংয়ের সময় অভিষেক বচ্চনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে নিমরতের। গুঞ্জন রয়েছে, দু’জনে প্রেমের সম্পর্কেও জড়ান। এ সম্পর্কের কারণে অভিষেক-ঐশ্বরিয়ার সংসারে চিড় ধরেছে। পরে নিজের ভুল বুঝতে পেরে নিমরতের সঙ্গে সম্পর্কের ইতি টানেন অভিষেক। কিন্তু ঐশ্বরিয়ার সঙ্গে তার দূরত্ব কমেনি।
বেশ কিছু দিন ধরে অভিষেক-নিমরতের সম্পর্ক নিয়ে জোর চর্চা চলছে। এর মাঝে বিষয়টি নিয়ে নীরবতা ভেঙেছেন তিনি। সম্পর্কের ব্যাপারটি অস্বীকার করে নিমরত বলেন, ‘আমি যা–ই করি, মানুষ নিজের ইচ্ছেমতো মন্তব্য করবেই। এমন কোনো গুঞ্জনই নেই, যেগুলোর সঙ্গে আমার কোনো যোগ নেই। আমি মন দিয়ে শুধু নিজের কাজটাই করে যাচ্ছি।’
ঢাকা/শান্ত