ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তারকা ক্রিকেটার ভাইয়ের নাচিয়ে বোন

ফটো ফিচার ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৭, ২৮ মার্চ ২০২৫  
তারকা ক্রিকেটার ভাইয়ের নাচিয়ে বোন

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় তারকা ক্রিকেটার শ্রেয়াস আয়ারের দাপট দেখেছে বিশ্ব। ভাইকে উৎসাহ দিতে অধিকাংশ সময় গ্যালারিতে হাজির হয়েছেন তার বোন। ক্রিকেটাররাও তার বোনের প্রশংসায় পঞ্চমুখ। নাম তার— শ্রেষ্ঠা আয়ার। চলতি বছরে বলিউডেও পা রেখেছেন এই অভিনেত্রী।

ভাই শ্রেয়াস ক্রিকেটজগতের সঙ্গে যুক্ত থাকলেও খেলাধুলার প্রতি বিশেষ আগ্রহ ছিল না শ্রেষ্ঠার। শৈশব থেকেই নাচের প্রতি তার আকর্ষণ ছিল। নাচ নিয়ে প্রশিক্ষণও নেন তিনি। পড়াশোনা শেষ করে নাচেই ক্যারিয়ার গড়েন।

 

পেশায় নৃত্যপরিচালক (কোরিওগ্রাফার) শ্রেষ্ঠা আয়ার। বহু জায়গায় নাচের অনুষ্ঠান করতে দেখা গিয়েছে তাকে। মাঝেমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নাচের ভিডিও পোস্ট করেন শ্রেষ্ঠা। নাচের পাশাপাশি মঞ্চনাটকেও অভিনয় করেন।

 

২০২৪ সালের ডিসেম্বরে মুম্বাইয়ের একটি নাটকের দলের হয়ে অভিনয় করেন শ্রেষ্ঠা। ‘অভিজ্ঞান শকুন্তলম’ শিরোনামের নাটকে শকুন্তলার চরিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী।

 

চলতি বছরের জানুয়ারিতে ‘ক্লস্ট্রোফোবিয়া’ নামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তি পায়। এ সিনেমার মুখ্যচরিত্রে অভিনয় করেন শ্রেষ্ঠা।

 

চলতি বছরে বড় পর্দায় পা দিয়েছেন শ্রেষ্ঠা। ‘সরকারি বাচ্চা’ শিরোনামের এ সিনেমার আইটেম গানে পারফর্ম করেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ‘সরকারি বাচ্চা’ সিনেমা মুক্তি পায়। এ সিনেমায় ব্যবহার করা হয়েছে ‘এগ্রিমেন্ট কর লে’ শিরোনামের আইটেম গান। তাতে পারফর্ম করেছেন শ্রেষ্ঠা।

 

সোশ্যাল মিডিয়ায় বেশ ভক্ত-অনুরাগী তৈরি করেছেন শ্রেষ্ঠা। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা এখন দেড় লক্ষাধিক।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়