ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘যুদ্ধাপরাধীর সন্তানদের ভোটাধিকার থাকবে না’

ইকবাল হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৭, ৬ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘যুদ্ধাপরাধীর সন্তানদের ভোটাধিকার থাকবে না’

নেত্রকোনা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন আ ক ম মোজাম্মেল হক

নেত্রকোনা প্রতিনিধি : মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিয়ে কটাক্ষকারীদের বিরুদ্ধে সংসদে আইন পাস হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি আরো বলেন, দেশে যুদ্ধাপরাধীর সন্তানদের  কোনো ভোটাধিকার থাকবে না।

 

শনিবার সকালে নেত্রকোনা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। পরে জেলা কালেক্টরেট প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীর সন্তানরা বাংলাদেশে থাকতে পারলেও তাদের কোনো ভাটাধিকার থাকবে না এবং সরকারি চাকরি করতে পারবে না।

 

জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। অনুষ্ঠানে জেলার সকল মুক্তিযোদ্ধারা অংশ নেন।

 

 

 


রাইজিংবিডি/নেত্রকোনা/৬ ফেব্রুয়ারি ২০১৬/ইকবাল হাসান/দিলারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়