ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার দাবি বিকল্পধারার

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৫, ৯ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার দাবি বিকল্পধারার

জ্যেষ্ঠ প্রতিবেদক : গ্যাসের মূল্য বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বিকল্পধারা। মাদকের বিরুদ্ধে তারা সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে।

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও মাদকের বিরুদ্ধে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে দলটির নেতারা বলেন, ‘গ্যাসের দাম বাড়ানোর কারণে জনজীবনে নেতিবাচক প্রভাব পড়বে। অনেক কিছুর দাম বেড়ে যাবে। তাতে সাধারণ মানুষের কষ্ট বাড়বে। এজন্য গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।’

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে নেতারা বলেন, মাদকের ছোবলে যুব ও ছাত্র সমাজ শেষ হয়ে যাচ্ছে। মাদক নির্মুল করে তাদেরকে রক্ষা করতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে মানুষকে সচেতন করে তুলতে হবে।

বিকল্পধারার সহ-সভাপতি এনায়েত কবিরের সভাপতিত্বে এবং যুবধারার সভাপতি আসাদুজ্জামান বাচ্চুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, দলের প্রেসিডিয়াম সদস্য ডা. রফিকুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি অ্যাডভোকেট আম্বিয়া খাতুন শিলা, ওবায়দুর রহমান মৃধা, দপ্তর সম্পাদক ওয়াসিমুল ইসলাম, গণসংস্কৃতি দলের সভাপতি সরদার শামস আল মামুন, এনডিপির মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা, লেবার পার্টির মহাসচিব আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ জনতা লীগের চেয়ারম্যান শেখ ওসমান গনি বেলাল, বিকল্পধারার প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার মেজবাহউদ্দিন জুন্নু, সহ দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বুলু, কেন্দ্রীয় নেতা নবাব বাহাদুর, স্বেচ্ছাসেবক ধারার সভাপতি আবুল বাশার, যুবধারার সাধারণ সম্পাদক মোস্তফা সারোয়ার, সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক শিহাব।


রাইজিংবিডি/ঢাকা/৯ জুলাই ২০১৯/নঈমুদ্দীন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়