ঢাকা     মঙ্গলবার   ১৪ মে ২০২৪ ||  বৈশাখ ৩১ ১৪৩১

ডেঙ্গু প্রতিরোধে আ. লীগের কর্মসূচি

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৩, ৩১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডেঙ্গু প্রতিরোধে আ. লীগের কর্মসূচি

জ্যেষ্ঠ প্রতিবেদক : ডেঙ্গু প্রতিরোধে আওয়ামী লীগের তিন দিনব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়েছে।

এডিস মশার বংশ নিধনে সারা দেশে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

বুধবার বেলা ১১টার দিকে ‘পরিষ্কার রাখি চারপাশের পরিবেশ, পরিচ্ছন্ন সমাজ- ডেঙ্গু মুক্ত বাংলাদেশ শেখ হাসিনার নির্দেশ’শীর্ষক কর্মসূচির উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় আওয়ামী লীগের শীর্ষ নেতারা তার পাশে ছিলেন।

এদিকে, ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সঙ্গে নিয়ে মাঠে কাজ করতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে সরকারের সংশ্লিষ্ট বিভাগকে ডেঙ্গুকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন তিনি।

 

রাইজিংবিডি/ঢাকা/৩১ জুলাই ২০১৯/রেজা/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়