ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘রাজনৈতিক ফায়দার জন্য কিছু সংখ্যক মানুষ ধর্মকে পুঁজি ক‌রে’

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৭, ২৪ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘রাজনৈতিক ফায়দার জন্য কিছু সংখ্যক মানুষ ধর্মকে পুঁজি ক‌রে’

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ব‌লে‌ছেন, ‘আমাদের দেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। কিন্তু কিছু সংখ্যক মানুষ রাজনৈতিক ফায়দা লোটার জন্য ধর্মকে পুঁজি করে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করে। অবশ্য এরা সংখ্যায় খুবই কম।’

শনিবার জাতীয় প্রেসক্লাবে শ্রীকৃষ্ণ সেবা সংঘ ঢাকার উদ্যোগে ‘শুভ জন্মাষ্টমী ২০১৯ বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জিএম ক‌দের ব‌লেন, ‘সকল ধর্মের লক্ষ্য একই সেটা হল সুখী-সুন্দর পরিবেশ সৃষ্টি করা । সেই সুন্দর পরিবেশ সৃষ্টির জন্য পথ হয়তো ভিন্ন হতে পারে। কারো মন্দিরে যেতে হতে পারে, কারো মসজিদে কিন্তু লক্ষ্য একই। কাজেই ধর্মের সাথে ধর্মের বিভেদ সৃষ্টি করার কোন কারণ নাই।’

তিনি আরো বলেন, ‘অত্যন্ত দুঃখজনক যে আমরা ধর্মকে ব্যবহার করে একে অপরের শত্রু হয়ে যাচ্ছি। এই ধর্মকে ব্যবহার করে আমরা বিভেদ সৃষ্টি করবো কেন? প্রত্যেক ধর্মেই শান্তির কথা বলা হয়েছে।’

সংখ্যালঘু মন্ত্রণালয় করার প্রসঙ্গে জি এম কাদের বলেন, ‘সংখ্যালঘু মন্ত্রণালয় এর দা‌বি করা হচ্ছে কিন্তু সংখ্যালঘু বলব কেন? সংখ্যালঘু একটি লজ্জার বিষয় কারণ এই দেশে সবাই আমরা মানুষ। সবাই স্বাধীন ভাবে চলাফেরা করবো। এখানে বিভেদের কিছু নাই।’

তিনি আরো বলেন, ‘আমাদের জন্য লজ্জাজনক বিষয় হলো স্বাধীনতার এত বছর পরেও সংখ্যালঘু সুরক্ষা আইনের দাবি করা হচ্ছে। এখানে সংখ্যালঘুদের সুরক্ষার জন্য আইন কেন করা হবে? আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশকে স্বাধীন করেছি, এখানে সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠতা থাকার কথা নয়।’

এসময় অবশ্য সংখ্যালঘু সুরক্ষা আইন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করার কথাও জানান।

শ্রীকৃষ্ণ সেবা সংঘ আহ্বায়ক নকুল চন্দ্র সাহার সভাপতিত্বে আলোচনা সভায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ শাহ, জাতীয় পার্টির চেয়ারম্যানের সংখ্যালঘু বিষয়ক উপদেষ্টা সোমনাথ দে প্রমুখ উপস্থিত ছিলেন।

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ আগস্ট ২০১৯/মেহেদী/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়