ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘জাপার টানাপোড়েনে মাথাব্যাথা নেই‌ আ.লী‌গের’

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৫, ৬ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘জাপার টানাপোড়েনে মাথাব্যাথা নেই‌ আ.লী‌গের’

‌জ্যেষ্ঠ প্র‌তি‌বেদক : জাতীয় পার্টির টানাপোড়েন নিয়ে আওয়ামী লীগে কোনো ধরণের মাথাব্যথা নেই বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার দুপুরে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে যুবলীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাতীয় পার্টির বর্তমান অবস্থা উত্তরণে আওয়ামী লীগের ভুমিকা কী জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, 'জাতীয় পার্টি একটা দল, বর্তমানে জাতীয় সংসদে বিরোধী দল। একটি রাজনৈতিক দল হিসেবে এরশাদ উত্তর জাতীয় পার্টিতে যে টানাপোড়েন চলছে এখানে আমাদের বলার কিছু নেই। এটা একান্তই জাতীয় পার্টির অভ্যন্তরীণ ব্যপার। তারা নিজেরাই সমাধান করবে।'

তিনি বলেন, ‘তাদের কে চেয়ারম্যান বা বিরোধী দলের নেতা হবেন এটা তারাই নির্ধারণ করবেন। আওয়ামী লীগ এ নিয়ে মাথা ঘামাচ্ছে না, আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা বিরোধী দলের আসনে নিয়মতান্ত্রিকভাবে যারা বসবে স্পিকার নিয়ম মতোই তাদের স্বীকৃতি দিবেন। এখানে কারও প্রতি শেখ হাসিনা বা আওয়ামী লীগের কোনো পক্ষপাত নেই। আমরা কোনো পক্ষপাত করতে চাই না।’

সরকার যাকে চাচ্ছে সেই বিরোধী দলীয় নেতা হবেন, বিএনপির এমন দাবির জবাবে ওবায়দুল কাদের বলেন, 'এই কথা মিথ্যা, বিরোধী দলীয় নেতা নিয়ম অনুযায়ী যে হবেন স্পিকার তাকেই নির্বাচিত করবেন এখানে আমাদের পার্টির কোনো কিছুই বলার নেই। আমরা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না। এখানে কোনো প্রকার হস্তক্ষেপের প্রশ্নই উঠে না।'

শেখ হাসিনার অপ্রতিরোধ্য অগ্রযাত্রা বাংলাদেশের বিরোধী রাজনীতিকে সংকটে ফেলে দিয়েছে বলেও দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি বলেন, 'আজকে বিরোধী দল বিএনপি যতই বিষেদাগার করুক, চেঁচামেচি করুক, এটাই আজকে বাস্তব যে,  উন্নয়নে-অর্জনে শেখ হাসিনার অপ্রতিরোধ্য অগ্রযাত্রা, বাংলাদেশের বিরোধী রাজনীতিকে সংকটে ফেলে দিয়েছে। এই সংকটে থেকে, নেতিবাচক রাজনীতি করে বিএনপি বেরিয়ে আসার উপায় নেই।'

রংপুর-৩ আসনে আওয়ামী লীগের ১৬ জন মনোনয়ন জমা দিয়েছে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি বলেন, 'রংপুরের উপ নির্বাচনে এ পর্যন্ত ১৬ জনের মনোনয়ন পত্র পেয়েছি। আগামী কাল মনোনয়ন বোর্ডের সভা। বঙ্গবন্ধু পরিবারে কেউ প্রার্থীতায় নেই। আমাদের নেতাকর্মীদের মধ্য থেকেই প্রার্থী ঠিক করব।'

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু প্রমুখ ।


রাই‌জিং‌বি‌ডি/ঢাকা/৬ সে‌প্টেম্বর ২০১৯/‌রেজা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়