ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

আসিফ জাপার কেউ নন: রাঙ্গা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৭, ১৫ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আসিফ জাপার কেউ নন: রাঙ্গা

জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেছেন, রংপুর-৩ আসন জাতীয় পার্টির। এ আসনে লাঙলের বিজয় কেউ ঠেকাতে পারবে না। অন্তত ১ লাখ বেশি ভোট পেয়ে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সাদ এরশাদ নির্বাচিত হবেন।

রোববার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে বিভাগীয় সাংগঠনিক টিমের যৌথসভা শেষে তিনি এ কথা বলেন।

রাঙ্গা বলেন, একাদশ জাতীয় নির্বাচনে আমরা জোটবদ্ধ নির্বাচন করেছি। রংপুর-৩ আসন ১৯৮৬ সাল থেকেই জাতীয় পার্টির। আশা করছি, আসনটি উপ-নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টির প্রার্থীকে সমর্থন দেবে।

তিনি বলেন, রংপুর-৩ আসনের উপ-নির্বাচন পরিচালনার জন্য পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে আহ্বায়ক এবং মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

জাপা মহাসচিব বলেন, জাতীয় পার্টির প্রার্থী রাহগীর আল মাহি সাদ এরশাদের পক্ষে ইতিমধ্যেই গণসংযোগ শুরু হয়েছে। এলাকার ভোটাররাও ব্যাপক সাড়া দিচ্ছে। আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ।

বিদ্রোহী প্রার্থী আসিফের ব্যাপারে রাঙ্গা বলেন, পার্টির চেয়ারম্যান তার জীবদ্দশায় ভাতিজা আসিফকে পার্টি থেকে বহিস্কার করেছেন। তাই আসিফ এখন আর জাতীয় পার্টির কেউ না।

তিনি বলেন, রংপুর সিটি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নিয়ে সামান্যসংখ্যক ভোট পেয়েছিলেন আসিফ। তাই রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে আসিফ কোনো আলোচ্য বিষয় নয়।

বিভাগীয় সাংগঠনিক টিমের মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের আহ্বায়ক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, শফিকুল ইসলাম সেন্টু, সদস্য সচিব আলমগীর সিকদার লোটন, বরিশাল বিভাগের আহ্বায়ক প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু এমপি, সদস্য সচিব এমরান হোসেন মিয়া, আলহাজ্ব মিজানুর রহমান, পার্টির সাংগঠনিক সম্পাদক ফখরুল আহসান শাহজাদা, খুলনা বিভাগের আহ্বায়ক প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা, সদস্য সচিব সুনীল শুভ রায়, দিদার বখত, সিলেট বিভাগের সদস্য প্রেসিডিয়াম সদস্য আলহাজ মো. আতিকুর রহমান আতিক, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, সদস্য সচিব কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পীর ফজলুর রহমান মেজবাহ এমপি, চট্টগ্রামের বিভাগের সদস্য সচিব প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া, পার্টির সাংগঠনিক সম্পাদক আমির হোসেন ভূঁইয়া, রংপুর বিভাগের সদস্য প্রেসিডিয়াম সদস্য মো. আজম খান, সদস্য এস এম ফয়সল চিশতী, সদস্য নূর-ই হাসনা লিলি চৌধুরী, এস এম ফখর উজ জামান জাহাঙ্গীর, ময়মনসিংহ বিভাগের সদস্য সচিব মোস্তফা আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক নির্মল দাস, রাজশাহী বিভাগ আহ্বায়ক প্রেসিডিয়াম সদস্য শেখ সিরাজুল ইসলাম, সদস্য সচিব আব্দুর রশিদ সরকার, ভাইস চেয়ারম্যান সরদার শাহজাহান, পার্টির যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম ওমর, আন্তর্জাতিক সাংগঠনিক কমিটির আহ্বায়ক জিয়াউদ্দিন আহমেদ বাবলু, পার্টির উপদেষ্টা মেজর (অব.) আশরাফ উদ দৌলা, কেন্দ্রীয় দপ্তর সুলতান মাহমুদ ও যুগ্ম দপ্তর সম্পাদক এম এ  রাজ্জাক খান।


রাইজিংবিডি/ঢাকা/১৫ সেপ্টেম্বর ২০১৯/নঈমুদ্দীন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়