ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ডাকসু ভেঙ্গে পুনর্নির্বাচনের দাবি প্রগতিশীল ছাত্রজোটের

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩২, ১৬ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডাকসু ভেঙ্গে পুনর্নির্বাচনের দাবি প্রগতিশীল ছাত্রজোটের

চাঁদাবাজির অভিযোগে গোলাম রাব্বানীকে ছাত্রলীগের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে ডাকসু ভেঙে দিয়ে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে বাম ছাত্র সংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্রজোট।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান নোবেল এ দাবি তুলে ধরেন।

লিখিত বক্তব্যে ডাকসুর জিএস রাব্বানীর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘দুনীর্তির অভিযোগ মাথায় নিয়ে নিজ সংগঠন থেকে অব্যাহতি পাওয়া কোনো ব্যক্তি ডাকসুর কোনো পদে আর থাকতে পারেন না। তাই বর্তমান বাস্তবতায় দাঁড়িয়ে ডাকসুর অতীত-ঐতিহ্য সমুন্নত রাখার জন্য অবিলম্বে এই ডাকসু অবৈধ ঘোষণা করে পুনর্নির্বাচনের দাবি আমরা জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি ইমরান হাবিব রুমন, বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি ইকবাল কবির, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ( মার্কসবাদী) সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার প্রমুখ।


রাইজিংবিডি/ঢাকা/১৬ সেপ্টেম্বর ২০১৯/ইয়ামিন/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়