ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘বিতর্কিত হলে মনোনয়ন বাতিল’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৫, ২ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বিতর্কিত হলে মনোনয়ন বাতিল’

ঢাকা উত্তর-দক্ষিণ সিটি কর্পোরেশনে কাউন্সিলর পদে আওয়ামী লীগ যাদের মনোনয়ন দিয়েছে, তাদের মধ্যে কেউ বিতর্কিত থাকলে প্রমাণ সাপেক্ষে সেই প্রার্থীকে বাদ দেয়া হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ জন্য দলের মনোনয়ন বোর্ড কাজ করছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এ কথা বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের শীতবস্ত্র বিতরণের জন্য সমন্বয় টিমের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘বিভিন্ন জরিপের রিপোর্ট এবং আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্যদের আলাপ-আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছি, কাউন্সিলরদের মনোনয়ন দিয়েছি। সব সিদ্ধান্ত সঠিক নাও হতে পারে। আমরা সে জন্য মনোনয়ন প্রত্যাহার পর্যন্ত আমাদের টিম ওয়ার্ক হচ্ছে।’

“কোথায় কোথায় আমাদের প্রার্থীর অবস্থা কী এবং কোথাও যদি বিতর্কিত প্রার্থী থেকে থাকে এগুলো আমরা ফাইন্ড আউট করবো এবং আমরা যথাযথ প্রার্থীকে ঘোষণা করবো। এ ব্যাপারে আমাদের টিম ওয়ার্ক হচ্ছে।”

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, অ্যাডভোকেট আফজাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।



ঢাকা/পারভেজ/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়