ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘হরতাল ডেকে বিএনপি জনবিচ্ছিন্ন হয়েছে’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩২, ২ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘হরতাল ডেকে বিএনপি জনবিচ্ছিন্ন হয়েছে’

ইসলামী গণতান্ত্রিক পাটির চেয়ারম্যান ও সাবেক এমপি এম এ আউয়াল বলেছেন, ঢাকা সিটি নির্বাচনে হেরে গিয়ে বিএনপি শনিবার ঢাকায় যে হরতাল ডেকেছে, তা নিঃসন্দেহে জনগণের সঙ্গে তামাশা। নগরবাসী তাদের হরতালে সাড়া দেয়নি, এ ধরনের কর্মসূচি দিয়ে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

রোববার বিকালে এক বিবৃতিতে এম এ আউয়াল বলেন, সিটি ভোটে হেরে নিজেরা অনুতপ্ত না হয়ে যে কায়দায় হরতাল ডেকেছে, তার মধ্য দিয়ে রাজনীতিতে তাদের দৈন্যই ফুটে উঠেছে।

নির্বাচনে নৌকা প্রতীকে বিজয়ী ব্যারিস্টার ফজলে নূর তাপস ও আতিকুর রহমানকে অভিনন্দন জানান এম এ আউয়াল।

তিনি বলেন, ‘সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে ঢাকাবাসী তাদের যোগ্যনেতাকে বেছে নিয়েছেন। আশা করছি, নবনির্বাচিত দুই মেয়রের নেতৃত্বে নগরবাসী দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত পরিচ্ছন্ন ঢাকা উপহার পাবেন।’

২৪ জানুয়ারি ইসলামী গণতান্ত্রিক পার্টি এক সংবাদ সম্মেলনে ডিএনসিসি ও ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত দুই মেয়র প্রার্থীকে আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছিল।

 

ঢাকা/নঈমুদ্দীন/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়