ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

আ.লীগের ওপর আস্থা রাখুন : হানিফ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৮, ২৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আ.লীগের ওপর আস্থা রাখুন : হানিফ

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার সামর্থের সবটুকু দিয়ে কাজ করছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। এ বিষয়ে সরকারের ওপর আস্থা রাখতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (২৯ মার্চ) এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান মাহবুব উল আলম হানিফ।

তিনি বলেন, ‘এই দুর্যোগ মোকাবিলায় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিয়েছেন, প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। সামর্থের সবটুকু দিয়েই এই দুর্যোগ মোকাবিলার চেষ্টা করে যাচ্ছেন। বঙ্গবন্ধুকন্যার ওপর আস্থা রাখুন, ভরসা রাখুন।’

সামর্থ অনুযায়ী দরিদ্র মানুষদের সহায়তা করতে বিত্তবানদের প্রতি আহ্বান জানান মাহবুব উল আলম হানিফ।

আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে হানিফ বলেন, ‘সবাই ঘরে থাকুন, অন্যকে ঘরে থাকার পরামর্শ দিন। আমি নিজেও আপনাদের মতোই ঘরেই আছি। চিকিৎসক ও বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী চলুন, সরকারি নির্দেশনা মেনে চলুন।’

সারা বিশ্ব গভীর এক সংকট এবং বিপর্যয়ের মুখে রয়েছে, উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের চিকিৎসকবৃন্দ, নার্সসহ অন্য কর্মকর্তারা এই দুর্যোগ মোকাবিলায় অসীম সাহসের সাথে দায়িত্ব পালন কর যাচ্ছেন। এখন পর্যন্ত এই ভাইরাসের কোনো ওষুধ নেই। পরিত্রাণের একমাত্র উপায়—ভাইরাসের কমিউনিটি ট্রান্সমিশন ব্রেকডাউন করা। সেজন্য আমাদের সকলের প্রয়োজন ঘরে থাকা। অন্যের সংস্পর্শ থেকে দূরে থাকা। পরিবারের সদস্যদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। একে অন্যকে দূরে রাখার চেষ্টা করতে হবে।’


ঢাকা/পারভেজ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়