ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

প্রধানমন্ত্রীকে জাপা চেয়ারম্যানের চিঠি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৮, ৯ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রধানমন্ত্রীকে জাপা চেয়ারম্যানের চিঠি

করোনাভাইরাস মোকাবিলায় সরকারের ত্রাণ কার্যক্রমসহ সকল কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকতে চায় জাতীয় পার্টি (জাপা)।

দেশের এমন দুর্যোগ মোকাবিলায় জাতীয় পার্টির প্রস্তুতি ও আগ্রহের কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

‌ইতোমধ্যে চেয়ারম্যানের স্বাক্ষরিত চিঠিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে।

বৃহস্প‌তিবার (৯ এপ্রিল) এ তথ্য জা‌নি‌য়ে‌ছেন জিএম কা‌দে‌রের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী। 

প্রধানমন্ত্রী‌কে দেওয়া চিঠিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘এই দুর্যোগময় মুহূর্তে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হিসেবে জনগণের পাশে আছে। জনগণের কল্যাণে যে কোনো কাজ করতেই প্রস্তুত জাতীয় পার্টি। তাই কারোনা মোকাবিলায় সরকারের নেওয়া যে কোনো কাজে জাতীয় পার্টি অংশগ্রহণে আগ্রহী।’

তিনি বলেন, ‘জাতীয় পার্টি ইতোমধ্যেই করোনা মোকাবিলায় কেন্দ্রীয় এবং বিভাগীয় সমন্বয় কমিটি গঠন করেছে। তাই কেন্দ্র থেকে শুরু করে বিভাগ, জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায় পর্যন্ত সরকারকে সহায়তা করতে পারবে জাতীয় পার্টি নেতৃবৃন্দ।’

বর্তমান সংকট মোকাবিলায় সরকারের ত্রাণ কার্যক্রমসহ যে কোনো কার্যক্রমকে ত্বরান্বিত করতে সরকারকে সহায়তা করতে প্রস্তুত জাতীয় পার্টি ব‌লেন কা‌দের।



ঢাকা/নঈমুদ্দীন/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়