ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ত্রাণ ইস্যুতে বিএনপির অভিযোগে ‘অপরাজনীতি’ দেখছে আ.লীগ

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৪, ২২ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ত্রাণ ইস্যুতে বিএনপির অভিযোগে ‘অপরাজনীতি’ দেখছে আ.লীগ

করোনা মোকাবিলায় সরকারের সমালোচনা করে বিএনপির দেওয়া বক্তব্য-অভিযোগকে আমলে নিচ্ছে না  আওয়ামী লীগ। বিএনপির এই অবস্থানকে ‘অপরাজনীতি’ অভিহিত করে দলটির নেতারা বলছেন, এখন রাজনীতি করার সময় নয়। মানুষের কল্যাণে কাজ করার সময়।

আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন, গত মাসে দেশে করোনা সংক্রমণের পর থেকেই সরকার ও আওয়ামী লীগ ত্রাণ বিতরণ করছে। জনগণকে সচেতন করাসহ নানা পদক্ষেপ নিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছে। করোনা পরিস্থিতিতে যখন ধান কাটার শ্রমিক সংকট দেখা দিলে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে ঝাঁপিয়ে পড়েছেন। কৃষকের ধান কেটে বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছেন। 

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দল থাকার সময়েও দেশের জন্য যে কাজ করা প্রয়োজন, সেটি  করে এসেছে। আমরা আশা করেছিলাম, এই করোনায় বিএনপি তাদের চিরাচরিত রাজনীতি বাদ দিয়ে অন্তত মানুষের জন্য কাজ করবে। কিন্তু তারা সরকারের ভুল ধরতে ব্যস্ত। এর মাধ্যমে প্রমাণিত হয় বিএনপির মানুষের জন্য নয়, ক্ষমতার জন্য রাজনীতি করে। আমরা মানুষের জন্য কাজ করছি।’

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘দেশে সিটি করপোরেশন, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ পর্যন্ত সবমিলিয়ে ৭২ হাজারের মতো স্থানীয় সরকার প্রতিনিধি রয়েছেন। এর মধ্যে অনিয়মের ঘটনা আনুপাতিক হারে দুই হাজারে একটির মতো। যদিও একটি ঘটনাও কাম্য নয়।  প্রধানমন্ত্রীর নির্দেশে এই ধরনের অনিয়মে জড়িতদের আগে মোবাইল কোর্টে বিচার হচ্ছে। এরপর নিয়মিত মামলার হাত থেকেও তাদের রেহাই নেই।’

‘ত্রাণের জন্য বিক্ষোভের যেসব খবর গণমাধ্যমে আসছে, সেগুলোর নেপথ্যে রাজনৈতিক ইন্ধন রয়েছে বলে মনে করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘সরকারের কাছে গোয়েন্দা তথ্য আছে,  লোক ভাড়া করে এনে বিক্ষোভের আয়োজন করা হয়েছে।’

এই প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘এই মুহূর্তে রাজনৈতিক বিভাজন ভয়াবহ বিপদ ডেকে আনবে।’ তিনি বলেন, ‘মনে রাখতে হবে আমাদের এই মুহূর্তের লড়াই, বাঁচার লড়াই। এই লড়াইয়ে নিজে বাঁচতে হবে। অন্যকেও বাঁচাতে হবে। একে অন্যকে সুরক্ষা না দিলে নিজেদের সুরক্ষাই হুমকির মুখে পড়বে।’

আওয়ামী লীগ করোনা প্রতিরোধে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা এই দুর্যোগের মধ্যে কাঁদা ছোড়াছুড়িতে লিপ্ত হতে চাই না। এরপরও বিএনপি নেতারা ঘরবন্দি খেটে খাওয়া মানুষের পাশে না দাঁড়িয়ে প্রতিদিন সংবাদ সম্মেলন ডেকে একের পর এক মিথ্যাচার করে যাচ্ছেন। জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছেন।’

করোনার ক্ষতি মোকাবিলায় সরকারঘোষিত ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্যাকেজকে ‘শুভঙ্করের ফাঁকি’ বলে অভিহিত করেছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়িয়ে রাজনৈতিক ফায়দা লোটার জন্য প্রণোদনা প্যাকেজ নিয়ে ফখরুল বিরূপ মন্তব্য করা শুরু করেছেন।’ এই ক্রান্তিকালে একজন রাজনৈতিক নেতার কাছ দায়িত্বজ্ঞানহীন বক্তব্য আশা করা যায় না বলেও তিনি মন্তব্য করেন।


পারভেজ/এনই

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়