ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ভারত ও চীনের সামরিক সমাবেশ নিয়ে উদ্বেগ ওয়ার্কার্স পার্টির

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০০, ২৯ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ভারত ও চীনের সামরিক সমাবেশ নিয়ে উদ্বেগ ওয়ার্কার্স পার্টির

লাদাখ সিমান্তে ভারত ও চীনের সামরিক সমাবেশের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

শুক্রবার (২৯ মে) বিকেলে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এক বিবৃতিতে বলেন, বিশ্বের সব দেশের মানুষ যখন কোভিড-১৯ করোনা মহামারিতে বিপর্যস্ত, তখন দুই দেশের এই সামরিক উত্তেজনা তৈরি করে শান্তি বিঘ্নিত করবে, যা কারো কাম্য নয়।

বিবৃতিতে তারা বলেন, পৃথিবীব্যাপী চলমান মহামারির সময়ে দক্ষিণ এশিয়া তথা বিশ্বের সব দেশের সম্পর্কের মধ্যে যেকোনও বিরোধ পারস্পরিক  আলাপ আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা উচিৎ।

তারা বলেন, বর্তমান বিশ্বপরিস্থি ও করোনা মহামারিতে আক্রান্ত সাধারণ জনগণকে তাদের স্বাস্থ্য ও পেশাগত ক্ষতি মোকাবিলায় শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখা, সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে চলমান দুর্যোগ প্রতিরোধ করা এখন সময়ের দাবি।

বিবৃতিতে দলটির নেতারা চলমান মহামারির মধ্যেও কিউবা, ইরান, ভেনিজুয়েলা ও উত্তর কোরিয়ার ওপর যে অন্যায় অবরোধ চলছে, তা প্রত্যাহারে জাতিসংঘে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।


নঈমুদ্দীন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ