ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

ধর্মপ্রতিমন্ত্রীর মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৯, ১৩ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ধর্মপ্রতিমন্ত্রীর মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক অনুসারীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শনিবার (১৩ জুন) গভীর রাতে এক শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ মো. আব্দুল্লাহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য ছিলেন এবং বঙ্গবন্ধুর আদর্শকে সারাজীবন ধারণ করেছেন। তিনি অত্যন্ত সততার সঙ্গে তার দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে দেশের রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হলো তা অপূরণীয়। ড. মোমেন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

এদিকে,  ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

ধর্ম মন্ত্রণালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীর পক্ষ হতে এক শোক বার্তায় সচিব বলেন, শেখ মো. আব্দুল্লাহ শুধু একজন দেশপ্রেমিক ছিলেন না, জনপ্রিয় রাজনৈতিক নেতাও ছিলেন। তার মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ মানুষকে হারালো।

এর আগে পৌনে ১২টার দিকে হার্টের সমস্যায় আক্রান্ত হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান ধর্মপ্রতিমন্ত্রী।

 

হাসান/বকুল/নঈমুদ্দিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়