ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

যেভাবে পালিত হবে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৮, ২১ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
যেভাবে পালিত হবে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী

দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান কাটছাঁটের সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আগামী ২৩ জুন দলের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সীমিত আকারে ও অনলাইনভিত্তিক কর্মসূচি হাতে নিয়েছেন দলের নীতি-নির্ধারকরা।  কর্মসূচির মধ্যে রয়েছে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে সূর্যোদয়ের সময় কেন্দ্রীয় কার্যালয় ও দেশব্যাপী  দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন।

এছাড়া, স্বাস্থ্যবিধি মেনে দলের স্বল্পসংখ্যক সদদ্যের প্রতিনিধি দল টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে। ঢাকায় ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন দলের শীর্ষ নেতারা।

এদিন বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থানরত নেতাদের উদ্দেশে গণভবন থেকে বিকাল ৫টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণ দেবেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বল্পসংখ্যক কেন্দ্রীয় নেতা সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে অবস্থান করবেন অনুষ্ঠানে। দলের সহযোগী সংগঠনগুলোও আলাদাভাবে সীমিত আকারে কর্মসূচি হাতে নিয়েছে।

জানতে চাইলে দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘এ বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী চলছে। সেজন্য আমাদেরও লক্ষ্য ছিল জাকজমকপূর্ণভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবো। কিন্তু করোনায় সব ধরনের অনুষ্ঠানই সীমিত আকারে পালন করছি। তারই ধারাবাহিকতায় এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানও আমরা সীমিত আকারে করছি।’

দলের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান বলে, ‘করোনার কারণে আগের মতো অনুষ্ঠান আয়োজনের সুযোগ থাকছে না।  তাই অনলাইন মাধ্যমকে গুরুত্ব দেওয়া হচ্ছে। অনলাইনে একাধিক অনুষ্ঠান আয়োজন থাকছে।’

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এর আগের দিন ২২ জুন বিশেষ ওয়েবিনারের আয়োজন করে আওয়ামী লীগ। ‘তারুণ্যের প্রত্যাশায় বাংলাদেশ আওয়ামী লীগ’ শীর্ষক এই ওয়েবিনার প্রচারিত হবে ২২ জুন রাত ৮টা ৩০ মিনিটে। অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হবে আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজ (https://www.facebook.com/awamileague.1949/) এবং ইউটিউব চ্যানেলে (https://www.youtube.com/user/myalbd)|

এছাড়া, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে ক্রোড়পত্র প্রকাশ, আওয়ামী লীগের ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম আর গৌরবের ইতিহাস তরুন প্রজন্মের কাছে তুলে ধরা হবে বলে জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। রাইজিংবিডিকে তিনি বলেন, ‘এবারের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে আমাদের বিশেষ পরিকল্পনা ছিল। কিন্তু করোনার কারণে অনুষ্ঠানের পরিবর্তন আনতে হয়েছে। তাই নামেমাত্র অনুষ্ঠান করছি। তাও অনলাইনভিত্তিক।’

উল্লেখ্য, ১৯৪৯ সালের ২৩ জুন পুরনো ঢাকার টিকাটুলির কেএম দাস লেনে রোজ গার্ডেনে প্রতিষ্ঠা লাভ করে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ।


ঢাকা/পারভেজ/এনই

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ