ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘বড় উন্নয়ন কাজগুলো পুরোদমে শুরু করেছে সরকার’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৯, ৫ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘বড় উন্নয়ন কাজগুলো পুরোদমে শুরু করেছে সরকার’

বৈশ্বিক মহামারি করোনায় পদ্ধাসেতুসহ দেশের বড় উন্নয়ন কাজগুলোতে আকস্মিক বাধা এলেও, সেগুলোর কাজ আবারো পুরোদমে শুরু হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতু বিভাগের আওতায় বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পের কাজগুলো স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।

রোববার (০৫ জুলাই) রাজধানীর সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘অগ্রাধিকার প্রকল্প পদ্মাসেতুর নির্মাণ কাজ শত প্রতিকূলতার মধ‌্যেও থেমে থাকেনি।  এরইমধ্যে ৩১টি স্প্যান বসানো হয়েছে।  দৃশ্যমান হয়েছে ৪ হাজার ৬৫০ মিটার।  এছাড়া স্থাপিত স্প্যান বা ট্রামের ওপর যানবাহন চলাচলের ডেক স্থাপনের কাজ শুরু হয়েছে।  ৩০ জুন পর্যন্ত  মূলসেতুর শতকরা ৮৯ ভাগ কাজ শেষ হয়েছে।  নদী শাসনের কাজ শেষ হয়েছে ৭৩ ভাগ। ’

জাইকার অর্থায়নে মেট্রোরেল রুট-৬ এর কাজ এগিয়ে চলছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘প্রকল্পে কর্মরত জনবলের কোভিড-১৯ পরীক্ষা শেষে তাদের কাজে নিয়োগ করা হচ্ছে।  প্রকল্প এলাকায় অবস্থান নিশ্চিত করতে নির্মাণ করা হচ্ছে আবাসিক স্থাপনা।  এরইমধ্যে দুটি ফিল্ড হসপিটাল নির্মাণ কাজ এগিয়ে চলেছে।’’

এছাড়া চট্টগ্রামের কর্ণফূলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের কাজ ৫৬ ভাগ অগ্রগতি হয়েছে বলেও জানান সেতুমন্ত্রী।  এছাড়া ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত এলিভেডেট এক্সপ্রেসওয়ে, গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত বাস রেপিড ট্রানজিড প্রকল্প, ঢাকা-সিলেট হাইওয়ে চার লেনে উন্নীতকরণ, পায়রা সেতুর নির্মাণ কাজ (অগ্রগতি ৫৯ ভাগ), ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত সড়ক চার লেনে উন্নতকরনের কাজ, এডিবির অর্থায়নে গাজীপুর থেকে এলেঙ্গা মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, নারায়ণগঞ্জে তৃতীয় শীতলক্ষ্মা সেতুর নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

সদরঘাটের লঞ্চডুবির ঘটনার পর উদ্ধারকারী জাহাজের আঘাতে বুড়িগঙ্গা সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার পর সেটির তাৎক্ষণিক মেরামত করে যান চলাচল উন্মুক্ত করে দেওয়ার কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘সেতু দিয়ে বর্তমানে সীমিত পর্যায়ে যানবাহন চলছে।   বিশেষজ্ঞদের পূর্ণাঙ্গ প্রতিবেদন পেলে আমরা তাদের পরামর্শ তথা সুপারিশ অনুযায়ী স্থায়ী মেরামত করবো।’’

 

ঢাকা/পারভেজ/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়