ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৬ ১৪৩১

ঘোষিত সৌদি আরব বিএনপি কমিটি প্রত্যাখান

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৩৬, ১১ জুলাই ২০২১  
ঘোষিত সৌদি আরব বিএনপি কমিটি প্রত্যাখান

কোনরকম নিয়মনীতির তোয়াক্কা না করে সদ্য ঘোষিত সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির ৬১ সদস্যের কমিটি প্রত্যাখান করেছেন সংগঠনের অধিকাংশ নেতাকর্মী।

শনিবার (১০ জুলাই) জেদ্দা আজিজিয়া মেহেরান ভিআইপি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ কমিটি প্রত্যাখান করে ত্যাগী ও যোগ্যদের দিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন।

তারা এ দাবি সংবলিত একটি চিঠি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দিয়েছেন বলেও জানান তারা। এসময়ে সৌদি আরব বিএনপির (পশ্চিম অঞ্চল) জেদ্দা, মক্কা, মদীনা, তায়েফসহ সকল প্রাদেশিক বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ অন্যান্য অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী নুরুল আমিন অসাংগঠনিক ও অগণতান্ত্রিক পন্থায় গঠিত ও সদ্য ঘোষিত  সৌদি আরব পশ্চিম অঞ্চল আহবায়ক কমিটি প্রত্যাখান করে বলেন, সৌদি আরব পূর্বাঞ্চল কমিটির সভাপতি আহম্মদ আলী মুকিব পুরো সৌদি আরব বিএনপিকে ধ্বংস করার জন্য রাতের অন্ধকারে সৌদি আরব পশ্চিাঞ্চল বিএনপির সাবেক ১৭৭ সদস্য বিশিষ্ট কমিটির কাউকে কিছু না জানিয়ে কেন্দ্রকে প্রভাবিত করে নতুন কমিটি গঠন করেছেন। এর আগেও তিনি চার দফায় এভাবে নিজের মতো পকেট কমিটি গঠন করেছিলেন। যার কারণে মধ্যেপ্রাচ্যে বিএনপির শক্তিশালী অবস্থানকে প্রতিনিয়ত দুর্বল করেছে।

তিনি বলেন, মুকিবের অসাংগঠনিক কার্যকলাপ, যত্রতত্র যখন তখন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ব্যবহার করে হুমকি ধামকীর প্রতিবাদে আহম্মদ আলী মুকিব ও তৎকালীন সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান তপনকে বিক্ষুব্ধ নেতাকর্মীরা দল থেকে একাধিকবার অব্যাহতি দিলেও তিনি তার অপকর্ম করেই যাচ্ছেন। এমনকি ২০১৮ সালের নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী তহবিল ও সদস্য ফরমের প্রায় ২ লাখ রিয়াল আদৌ তহবিলে বা দলীয় ফান্ডে জমা হয়েছে কিনা তা স্পষ্ট করেননি মুকিব।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, সংগঠনের যোগ্য ও ত্যাগীদের বাদ দিয়ে টাকার বিনিময়ে অযোগ্যদের দিয়ে পকেট কমিটি গঠন করেছেন আহম্মদ আলী মুকিব। এ অবস্থায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সিনিয়র নেতৃবৃন্দকে পকেট কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন।

ঢাকা/সাওন/নাসিম


সর্বশেষ

পাঠকপ্রিয়