দুস্থ ১ হাজার মানুষ পেলেন ঈদ উপহার
দুস্থ ১ হাজার মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন।
রোববার (১৮ জুলাই) রাজধানীর যাত্রাবাড়ীতে নূর কমিউনিটি সেন্টারের সামনে ঈদ উপহার বিতরণ করা হয়।
ঈদ উপহার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি নির্মল রঞ্জন গুহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।
নির্মল রঞ্জন গুহ বলেছেন, ‘করোনার শুরু থেকে এ পর্যন্ত হাজার হাজার মানুষকে খাদ্য সহায়তা দিয়েছেন কামরুল হাসান রিপন। স্বেচ্ছাসেবক লীগ সেবার মানসিকতা নিয়ে মানুষের জন্য কাজ করছে। আমরা কথায় নয়, কাজে বিশ্বাস করি।’
আফজালুর রহমান বাবু বলেন, ‘২০১৯ সালের ১৬ নভেম্বর থেকে এ এলাকার মানুষকে সঙ্গে নিয়ে অক্লান্ত পরিশ্রম করছেন রিপন। করোনায় আক্রান্ত হয়েছেন, তারপরও থেমে যাননি তিনি।’
তিনি আরও বলেন, ‘যাদের খাদ্য সহায়তা দরকার হবে, তারা স্বেচ্ছাসেবক লীগের দেওয়া ফোন নাম্বারে কল করলে খাবার পৌঁছে যাবে।’
কামরুল হাসান রিপন বলেন, ‘আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের সার্বিক সহযোগিতায় করোনার শুরু থেকেই জীবন বাজি রেখে মানুষের পাশে দাঁড়িয়েছি। তারই ধারাবাহিকতায় এবারের ঈদেও খেটে খাওয়া, হতদরিদ্র মানুষের হাতে ঈদ উপহার তুলে দিচ্ছি আমরা। এ কর্মসূচি অব্যাহত থাকবে।’
স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক তারিক সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—৪৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এমএ মান্নান, গাজী সুমন, ৬৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবসহ দলীয় নেতাকর্মীরা।
পারভেজ/রফিক