ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

‘বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে নেতা-কর্মীদের পথপ্রদর্শক ছিলেন বঙ্গমাতা’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৬, ৯ আগস্ট ২০২১  
‘বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে নেতা-কর্মীদের পথপ্রদর্শক ছিলেন বঙ্গমাতা’

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, ‘ছয় দফা থেকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ—এই দুর্বিসহ সময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিভিন্ন সময়ে যখন জেলে বন্দি থাকতেন, তখন বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব দিশাহারা ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতা-কর্মীদের পথপ্রদর্শক ছিলেন।’

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার (৯ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগের উদ্যোগে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

যুবলীগের চেয়ারম্যান বলেন, ‘এ দেশের মুক্তির আন্দোলনে, মুক্তির সংগ্রামে সবচেয়ে বড় দেশপ্রেমিকের নাম বঙ্গমাতা। এদেশের মুক্তি-সংগ্রামের নেপথ্যের বড় গেরিলা যোদ্ধার নাম ফজিলাতুন্নেছা মুজিব।’

ফজিলাতুন্নেছা মুজিবের স্মৃতিচারণ করতে গিয়ে শেখ ফজলে শামস্ পরশ বলেন, ‘তিনি ছিলেন স্বশিক্ষায় শিক্ষিত। ছিলেন অতিথিপরায়ণ। তার হৃদয় ছিল মহানুভবতায় ভরপুর। দুঃসময়ে ছিলেন ধৈর্যের মূর্তপ্রতীক। কীভাবে দুঃসময়ে মাথা ঠান্ডা রেখে এগিয়ে যেতে হয়, তা বঙ্গমাতার জীবন থেকে আমরা শিখতে পারি।’

শেখ ফজলে শামস্ পরশ মনে করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে যে দূরদর্শিতা, সরলতা ও মহানুভবতা আছে, তা তিনি বঙ্গমাতার চারিত্রিক গুণাবলী থেকে লাভ করেছেন।

অক্সিজেন দিয়ে সহযোগিতা করার জন্য আবুল খায়ের গ্রুপ ও নাভানা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন যুবলীগের চেয়ারম‌্যান। তিনি যুবলীগের টেলিমেডিসিন ও স্বাস্থ্যসেবার সঙ্গে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিক‌্যাল কলেজ হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল, মুগদা মেডিক‌্যাল কলেজ হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মাজেদা হাসপাতাল অক্সিজেন ব্যাংক, শেখ ফজলুল হক মণি ও আরজু মণি অক্সিজেন ব্যাংককে (যশোর) ১২০ কেজি ওজনের ১০টি করে সিলিন্ডার এবং গাজীপুর মহানগর যুবলীগ, পাবনা জেলা যুবলীগ, কুমিল্লা মহানগর যুবলীগ, খুলনা মহানগর যুবলীগ, মাগুরা জেলা যুবলীগ, লক্ষ্মীপুর জেলা যুবলীগ, সিলেট মহানগর যুবলীগ, ময়মনসিংহ জেলা যুবলীগ, পটুয়াখালী জেলা যুবলীগ, কুড়িগ্রাম জেলা যুবলীগ, চাঁদপুর জেলা যুবলীগ ও শরীয়তপুর জেলা যুবলীগের অক্সিজেন ব্যাংকে ৩০ কেজি ওজনের ৫টি করে অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তব‌্য রাখেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল। উপস্থিত ছিলেন—যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ, ডা. খালেদ শওকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম, ডা. মো. হেলাল উদ্দিন, মো. সাইফুর রহমান সোহাগ, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা, যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. ফরিদ রায়হান, উপ-তথ্য ও যোগাযোগ (আইটি) সম্পাদক এন আই আহমেদ সৈকত, উপ-স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মাহফুজুর রহমান উজ্জলসহ কেন্দ্রীয়, মহানগর, জেলা ও ওয়ার্ড কমিটির নেতারা।

পারভেজ/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়