ঢাকা     রোববার   ০১ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৭ ১৪৩১

শ্রদ্ধা-ভালোবাসায় মাসুদা চৌধুরীকে চির বিদায়

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩২, ১৩ সেপ্টেম্বর ২০২১  
শ্রদ্ধা-ভালোবাসায় মাসুদা চৌধুরীকে চির বিদায়

শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় চির বিদায় জানানো হয়েছে জাতীয় পার্টির পেসিডিয়াম সদস্য অধ্যাপক মাসুদা এম রশীদ চৌধুরীকে। অশ্রুসিক্ত নয়নে দীর্ঘ দিনের রাজনৈতিক সহকর্মীরা বিদায় জানান তা‌দের প্রিয় মাসুদা আপাকে। 

কাকরাইলের দলীয় কার্যাল‌য়ে দলীয় পতাকা আর ফুলে ফুলে সুশোভিত হয়ে ওঠে গণমানুষের ভালোবাসায় সিক্ত মাসুদা চৌধুরীর ক‌ফিনবহনকা‌রী গা‌ড়ি। জানাজার নামাজ শে‌ষে চট্টগ্রা‌মের উদ্দে‌শ্যে ছে‌ড়ে গে‌ছে মাসুদা র‌শি‌দের মর‌দেহ। 

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) চট্টগ্রা‌ম রাউজা‌নের গ‌হিরা নিজ গ্রা‌মে তা‌কে সমা‌হিত করা হ‌বে।
এর আগে সোমবার (১৩ সেপ্টেম্বর) বাদ আছর জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে মাসুদা এম রশীদ চৌধুরীর দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। নামাজে জানাজা পড়ান পার্টির যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ইসহারুল্লাহ আসিফ।

জাতীয় পার্টির চেয়ারম‌্যান গোলাম মোহাম্মদ কা‌দের এম‌পিসহ দ‌লের শীর্ষ‌নেতাসহ বিভিন্ন দ‌লের রাজ‌নৈ‌তিক নেতাকর্মী এবং বি‌ভিন্ন স্তরের কয়েক হাজার নেতা-কর্মী জানাজায় অংশ নেন।

নঈমুদ্দীন/সনি


সর্বশেষ

পাঠকপ্রিয়