ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

আওয়ামী লীগ দেশকে স্বাধীনতা এনে দিয়েছে: চুমকি

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০২, ১৯ সেপ্টেম্বর ২০২১  
আওয়ামী লীগ দেশকে স্বাধীনতা এনে দিয়েছে: চুমকি

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি বলেছেন, আওয়ামী লীগ দেশকে স্বাধীনতা এনে দিয়েছে। দেশের ঐতিহ্যবাহী এ রাজনৈতিক সংগঠনটির বিভিন্ন অঙ্গ সংগঠন রয়েছে।  সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করে যেতে হবে। আমাদের সবার লক্ষ্যও এক। 

রোববার (১৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের এলডি হলে আওয়ামী লীগ মহিলা বিষয়ক উপকমিটির উদ্যোগে যৌথ মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

মেহের আফরোজ চুমকি বলেন, নারীদের সাফল্যের পেছনে রয়েছে প্রধানমন্ত্রীর সুযোগ্য দিক নির্দেশনা ও অক্লান্ত পরিশ্রম।  দলমত নির্বিশেষে সবাইকে যার যার জায়গা থেকে বঙ্গবন্ধু কন্যার হাতকে শক্তিশালী করতে হবে। দেশের মোট অর্ধেক জনসংখ্যা নারী, তাই নারীদের পেছনে ফেলে দেশের উন্নয়ন সম্ভব নয়।

আরো পড়ুন:

চুমকি বলেন, দেশের প্রতি নিবেদন রেখে দলের কর্মীদের এগিয়ে যেতে হবে। আগামী দিনে দলের কর্মীরাই দেশের হাল ধরবে, জাতির পিতার আদর্শে উজ্জীবিত হয়ে দেশকে উন্নত দেশের কাতারে নোঙর করাতে হবে।

অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক সুলতানা শফি ছাড়াও উপস্থিত ছিলেন মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ এবং মহিলা শ্রমিক লীগ নেতারা।  

আসাদ/এসবি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়