ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

শুকুর মণ্ডলের মৃত্যুতে জাপা চেয়ারম্যানের শোক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৩, ২৮ সেপ্টেম্বর ২০২১  
শুকুর মণ্ডলের মৃত্যুতে জাপা চেয়ারম্যানের শোক

জিএম কাদের (ফাইল ফটো)

রাজশাহী জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো. ইকবাল হোসেনের পিতা আলহাজ মো. শুকুর মণ্ডলের (৯৫) মঙ্গলবার ভোরে নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তার জানাজা আজ বাদ জোহর নিজ বাস ভবনে অনুষ্ঠিত হবে।  জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে, তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।  পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের বিদেহী রুহের মাগফিরাত কামনা করেন।

আরো পড়ুন:

পৃথক এক শোকবার্তায় শুকুর মণ্ডলের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী বিভাগীয় অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

নঈমুদ্দীন/সারা


সর্বশেষ

পাঠকপ্রিয়