ঢাকা     শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৬ ১৪৩১

রোহিঙ্গা শিবিরে হত্যাকাণ্ড সরকারের ব্যর্থতার আরেকটি নজির: ফখরুল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫০, ৩০ সেপ্টেম্বর ২০২১  
রোহিঙ্গা শিবিরে হত্যাকাণ্ড সরকারের ব্যর্থতার আরেকটি নজির: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ফটো)

রোহিঙ্গা নেতা মুহিবুল্লা হত্যাকাণ্ড নিরাপত্তার ক্ষেত্রে সরকারের ব্যর্থতার আরেকটি নজির বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, ‘আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ‌্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মুহিবুল্লাকে নৃশংসভাবে হত্যা রোহিঙ্গা শরণার্থী শিবিরে নিরাপত্তা দিতে বর্তমান সরকারের ব্যর্থতার আরও একটি কুনজির।’

বুধবার (২৯ সেপ্টেম্বর) কক্সবাজারের উখিয়ায় লাম্বাশিয়া রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীর গুলিতে রোহিঙ্গা নেতা মুহিবুল্লার মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব।

আরো পড়ুন:

মুহিবুল্লাহ রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবর্তনের বিষয়ে অত্যন্ত সোচ্চার ছিলেন, উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘তাকে গুলি করে বর্বরোচিত কায়দায় হত্যার ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন ও মর্মাহত। মহিবুল্লাহ রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন আদায়ের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। তাকে নির্মমভাবে হত্যার ঘটনা বিশ্বে দেশের ভাবমূর্তি চরমভাবে বিনষ্ট হয়েছে। রোহিঙ্গাদেরকে নিজ দেশে ফেরত পাঠাতে ব্যর্থ এই সরকার দেশে আশ্রিত শরণার্থীদের নিরাপত্তা দিতেও সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।’

তিনি বলেন, ‘দেশে যে জান-মালের নিরাপত্তা নেই, আইনশৃঙ্খলার বালাই নেই, তার নিকৃষ্ট প্রমাণ হলো উখিয়ায় রোহিঙ্গা নেতা মুহিবুল্লাকে গুলি করে হত্যা।’

ঢাকা/সাওন/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়