ঢাকা     শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৬ ১৪৩১

১৯ অক্টোবর ঈদে মিলাদুন্নবী পালন করবে জাপা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২০, ১৫ অক্টোবর ২০২১  
১৯ অক্টোবর ঈদে মিলাদুন্নবী পালন করবে জাপা

আগামী ২০ অক্টোবর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। যথাযথ মর্যাদায় দিবস পালন করবে জাতীয় পার্টি।

দিবসটি উপলক্ষে আগামী ১৯ অক্টোবর বিকেল ৫টায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালযয়ে কোরআন খতম, আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি প্রধান অতিথি হিসেবে উক্ত আলোচনা সভায় উপস্থিত থাকবেন।

পাটির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপিসহ কেন্দ্রীয়, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের  ঈদে মিলাদুন্নবী (সা.) এর আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ নিতে দলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। 

আরো পড়ুন:

ঈদে মিলাদুন্নবী (সা.) দিবসটি যথাযোগ্য মর্যাদায় জেলা ও উপজেলা পর্যায়ে পালন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি। 

নঈমুদ্দীন/এসবি


সর্বশেষ

পাঠকপ্রিয়