ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যুব মহিলা পার্টির আত্মপ্রকাশ

জ্যেষ্ঠ প্রতি‌বেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:২৫, ২৮ এপ্রিল ২০২২  
যুব মহিলা পার্টির আত্মপ্রকাশ

জাতীয় পার্টির সহ‌যোগী সংগঠন হি‌সে‌বে জাতীয় যুব মহিলা পার্টির আত্মপ্রকাশ ঘ‌টে‌ছে। 

জাপা চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বৃহস্পতিবার এক সাংগঠনিক আদেশে নতুন এই সংগঠ‌নের অনু‌মোদন দেন। 

নাজনীন সুলতানাকে আহ্বায়ক, কানিজ আফরোজা রসুলকে যুগ্ম আহ্বায়ক, সৈয়দা জাকিয়া আফরোজ হিয়াকে সদস্য সচিব ও আফসানা ইয়াসমিন শান্তনুকে যুগ্ম সদস্য সচিব ক‌রে যুব মহিলা পার্টির কেন্দ্রীয় ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে।

ক‌মি‌টি‌তে তাছলিমা আক্তার, রীনা আক্তার তুলি, সীমানা আফরোজ পুতুল, ফারহানা তিসা, তাহসিন রুবাইয়াত,পালকী রেজা, রাবেয়া আক্তার মলি, অ্যাড. সোনিয়া আক্তার, তাসলিমা রহমান জুঁই, আঁখি বেগম, রিক্তা আক্তারকে সদস্য করে ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হ‌য়ে‌ছে।

আগামী ২১ দিনের মধ্যে ক‌মি‌টি‌কে ৫১ সদস্যের আহ্বায়ক কমিটির পূর্ণাঙ্গ তালিকা কেন্দ্রীয় দপ্তরে জমা প্রদান এবং আগামী ৪ মাসের মধ্যে জেলা-উপজেলা পর্যায়ে জাতীয় যুব মহিলা পার্টি গঠন করে কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত করার শর্তে নতুন এই ক‌মি‌টি অনুমোদন দেওয়া হয়। 

জাতীয় পার্টির গঠনতন্ত্রের ১২(৩) ও ৩২ (৯) ধারার প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নঈমুদ্দীন/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়