ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

প্রেসক্লাবে বিএনপির সমাবেশ, সতর্ক অবস্থানে পুলিশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২০, ২৭ মে ২০২২   আপডেট: ১১:২১, ২৭ মে ২০২২
প্রেসক্লাবে বিএনপির সমাবেশ, সতর্ক অবস্থানে পুলিশ

ছবি: রাইজিংবিডি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির প্রতিবাদ সমাবেশ চলছে।

শুক্রবার (২৭ মে) সকাল থেকে এ প্রতিবাদ সমাবেশ শুরু হয়েছে। প্রতিবাদ সমাবেশে যোগ দিতে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হয়েছেন বিএনপি ও দলের সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। 

আরো পড়ুন:

এতে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর বিএনপির উত্তরের আহ্বায়ক  আমান উল্লাহ আমান।

এদিকে, বিএনপির এই বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে প্রেসক্লাবের সামনে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

/মামুন/সাইফ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়